তালতলীতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগের সভাপতিসহ ১৮১ জনের বিরুদ্ধে মামলা দায়ের

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৮:৩২:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৮:৩২:২৯ অপরাহ্ন
আমতলী-তালতলী থেকে এসএম সুমন রশিদ
বরগুনার তালতলী উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে। আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ছগির হাওলাদার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু, আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান, চার ইউপি চেয়ারম্যানসহ ১০১ জনকে আসামি করা হয়।
এছাড়াও আরও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির ইফতার অনুষ্ঠানে ধারালো অস্ত্র, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ও প্যান্ডেল পুড়িয়ে ফেলা হয়। পরে বিএনপি অফিসে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা
হয় এবং মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়। আদালত মামলাটি আমলে নিয়ে বরগুনা গোয়েন্দা পুলিশের ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net