তহশিলদার রাশেদুল এর সীমাহীন দুর্নীতিতে হয়রান সেবা গ্রহীতারা

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১১:৩৬:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১১:৩৬:০১ অপরাহ্ন
পোরশা নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলার  পোরশা থানার১নং নিতপুর ইউনিয়ন ভূমি অফিসার মোঃ রাশেদুল এর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ,দুর্নীতি, অনিয়ম ও অসাদাচরণের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। সেবা নিতে গিয়ে হয়রানি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের শিকার হয়েছেন অনেক ভুক্তভোগীরা। অভিযোগে জানা যায় নিতপুর ভূমি অফিসে যোগদান করার পর থেকেই তিনি সীমাহীন অনিয়ম খাস জমি দখল দেওয়ার কথা বলে ঘুষ নেওয়া সহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন ।টাকা ছাড়া কোন কাজ হয় না ।এখানে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা এমন মাত্রায় পৌঁছেছে যে অনেক ক্ষেত্রে ঘুষ দেওয়ার পরও কাজ হয় না ।সেবা গ্রহীতার কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করতে নানা কৌশল অবলম্বন করেন তিনি। যেমন নামজারি, খারিজ এবং খাস ও ভিপি জমি পাইয়ে দেওয়ার কথা বলে চরম ভোগান্তিতে ফেলেন সাধারণ মানুষকে। ঘোষ দুর্নীতির মহা উৎসব যেন নিতপুর ইউনিয়ন ভূমি  অফিস। এই অফিসের তৌসিলদার রাশেদুল এর অনিয়ম  এমন জায়গায় পৌঁছেছেন যে সাংবাদিকদের সামনেও ঘুষের টাকা নিতে তিনি কুনঠা বোধ করেন না। কেউ নাম জারি করতে চাইলে মোটা অংকের টাকা ঘুষ দিয়েই করতে হয়। নইলে সঠিক কাগজপত্র থাকলেও নামজারি মেলে না ।
ভুক্তভোগী আলহাজ্ব মুহাম্মদ সাইদুর ইসলাম জানান তার ৪০ বছরের ভিপি দখলকৃত জমি খাস বলে দাবি করে গ্রামের যুবক ছেলেদের লেলিয়ে দিয়ে জমি থেকে উচ্ছেদ করার পরিকল্পনা করে। যেখানে নির্বাহী অফিসার ইউএনও সাহেব বলেন ভিপি জমি দখল যার সেই ভোগ দখল করিবে। তিনি এই সমস্ত নিয়ম তোয়াক্কা না করে সাইদুর রহমানের কাছে টাকা দাবি করে জমি পাইয়ে দেওয়ার কথা বলে । রাশেদুল এখানে ক্ষ্যান্ত হন নাই উল্টা অন্য লোক দিয়ে তার নামে থানায় অভিযোগ করে বলে তিনি জানান।
এমতা অবস্থায়  উর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি এই তোশিলদারের বিরুদ্ধে দ্রুত আয়নানুপ ব্যবস্থা গ্রহণ করে শাস্তির আওতায় আনা হোক তা না হলে নিরীহ মানুষ তার অত্যাচারে জমি সংক্রান্ত কাজে ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন। 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net