
চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদকে (৭৫) মৃত অবস্থায় পাওয়া গেছে। গতকাল সোমবারদুপুর ১২টার দিকে সাবেক সেনাপ্রধানের লাশ পাওয়া গেছে।হারুন-অর-রশীদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তবে তিনি ঢাকায় বসবাস করেন।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানান, সাবেক সেনাপ্রধান হারুন গত রোববার বিকালে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান। বিকাল ৪টায় তিনি চট্টগ্রাম ক্লাবের একটি ভিআইপি কক্ষে ওঠেন। ঘণ্টাখানেক পর তিনি ক্লাব থেকে বেরিয়ে রাত পৌনে ১১টায় ফেরেন।ডেসটিনি-২০০০ লিমিটেড এমডি রফিকুল আমিন বলেন, গতকাল সোমবার চট্টগ্রামে একটি মামলায় আদালতে হাজিরা ছিল। এজন্য আমাদের চট্টগ্রামে আসা। আদালতে নির্ধারিত সময়ে না যাওয়ায় তার মোবাইলে ফোন করা হলেও ধরেননি। এ কারণে ক্লাব কর্মকর্তারা রুমে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।পুলিশ ও স্বজনদের ধারণা, মস্তিষ্কের রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।