বোর্ড সভা করেছে মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশন

আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৭:৫৬:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৭:৫৬:২২ অপরাহ্ন
প্রথিতযশা শিল্পপতি, বিজিএমইএর সাবেক সভাপতি ও সমাজসেবক মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের নামে প্রতিষ্ঠিত মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর মালিবাগে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফজলুতুন নেসার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ উরুগুয়ের কনসুল ও ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোস্তফা কামরুস সোবহান, ভাইস চেয়ারম্যান তাসনিয়া কামরুন আনিকা, মহাসচিব শেখ মোহাম্মদ ড্যানিয়েল, যুগ্ম মহাসচিব ফৌজিয়া কামরুন তানিয়া, সদস্য সাফিয়া সোবহান চৌধুরী, মাহেরা কামরুন সোবহান, সাহিল কামরুস সোবহান, সুমেরা কামরুন সোবহান এবং পরিচালক (অপারেশন্স) সাইফুদ্দিন ইমন। সভায় ফাউন্ডেশনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ ও সামাজিক কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ পরিষদে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজসেবক ও গুণী ব্যক্তিদের অন্তর্ভুক্তির প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়। সভায় মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের জীবনী, কর্মজীবন ও সমাজসেবায় অবদানের ওপর ভিত্তি করে একটি স্মারক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। গ্রন্থটিতে তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিভিন্ন অধ্যায়, আলোকচিত্র, সাক্ষাৎকার এবং মূল্যায়ন স্থান পাবে। এছাড়াও, ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কর্মসূচি, স্বাস্থ্যসেবা উদ্যোগ, গ্রামীণ উন্নয়ন প্রকল্প, নারী ও যুবদের ক্ষমতায়ন-বিষয়ক কর্মসূচিসহ বিভিন্ন মানবিক উদ্যোগের খসড়া পরিকল্পনা পেশ করা হয়। এসব কার্যক্রমের টেকসই বাস্তবায়নে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আরও নিবিড় সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভা শেষে বোর্ড সদস্যরা মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে ফাউন্ডেশনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net