
চট্টগ্রাম থেকে সেলিম চৌধুরী
দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রাম ১২ পটিয়া আসনের এমপি হুইপ শামসুল হক চৌধুরী, সাবেক এমপি মোতাহারুল ইসলাম চৌধুরীসহ পটিয়ায় আওয়ামী লীগ নেতা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। মোতাহার ও শামসুল কোটি কোটি কালো টাকার মালিক বনে যাওয়া পটিয়া আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদবি নেতা এখনো অধরাই রয়েছে। এছাড়াও হুইপ শামসুলের নিজ গ্রাম শোভনদন্ডী ইউনিয়ন ইমদাদল্লাহ, মোতালেব চৌধুরী, রেজাউল করিম চৌধুরী বাবুল, জঙ্গল খাইন ইউনিয়নের অসিত বড়ুয়া, হুইপ ভাই ফজলুল চৌধুরী মহব্বত, মুজিবুল হক নবাব, পুত্র শারুন চৌধুরী এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। ফলে,পটিয়া উপজেলার বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। সেই সাথে দ্রুত ইঁদুরের গর্ত থেকে খুঁজে বের করে গ্রেফতারের দাবি উঠেছে এলাকাবাসী। গত ১৭ বছর আওয়ামী দুঃশাসন ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা মালিক বনে যাওয়া এ শীর্ষ নেতারা পুলিশের গ্রেফতার করতে না পারায় পুলিশের ব্যর্থতা মনে করছেন সচেতন মহল।