সেনবাগে সেনাবাহিনীর হাতে তিন ছিনতাইকারী আটক

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১১:১৫:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১১:১৫:৪১ পূর্বাহ্ন
নোয়াখালী থেকে মো. ফখর উদ্দিন সেনবাগে যাত্রীবেশে এক গৃহবধূর কাছ থেকে স্বর্ণের চেন ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনী। গত রোববার সন্ধ্যায় স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে সেনাবাহিনীর সদস্যরা এবং পরে সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনবাগ উপজেলার ভূঁইয়ার দীঘি এলাকায় মুক্তা ব্রিক ফিল্ডের সামনে মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম (৪২) একটি সিএনজিতে যাত্রী হিসেবে ওঠেন। সিএনজিতে থাকা অন্যান্য যাত্রীবেশী ছিনতাইকারীরা তার চোখে মলম লাগিয়ে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণের চেন, একটি মোবাইল ফোন এবং নগদ ২০০ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাই শেষে ভিকটিমকে কল্যান্দি উচ্চ বিদ্যালয়ের সামনে নামিয়ে দেয়া হয়। চিৎকার শুনে স্থানীয় লোকজন মোটরসাইকেল ও সিএনজিযোগে ধাওয়া শুরু করে। একপর্যায়ে ছিনতাইকারীদের বহনকারী সিএনজি খলিল মিয়ার হাট এলাকায় পৌঁছালে স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনীর একটি টহলদল তিনজনকে আটক করে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net