লালপুরে ইয়াবা ট্যাবলেটসহ ২ সহোদর আটক

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১১:১৭:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১১:১৭:৪৯ পূর্বাহ্ন
লালপুর (নাটোর) থেকে আলাউদ্দিন লালপুরে আপন দুই ভাইকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। আটক সুমন প্রামাণিক (৩৭) ও মো. রাজন প্রামানিক (২৮) উপজেলার চচংধুপইল ইউনিয়নের মিল্কিপাড়া গ্রামের মৃত হান্নান প্রামাণিকের ছেলে। গত ৪ আগস্ট) রাত দুইটার দিকে তাদেরকে আটক করে যৌথবাহিনী। লালপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত দুইটার দিকে উপজেলার মিল্কিপাড়া গ্রামে মৃত হান্নান প্রামানিকের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪২টি ইয়াবা ট্যাবলেটসহ আপন দুই ভাই রাজন ও সুমনকে আটক করেন বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের একটি আভিযানিক দল। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক কারবারিতে জড়িত। বড় ভাই সুমন প্রামাণিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি। গত রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে ছোট ভাই রাজনসহ তাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার রুজু করে গত সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net