মোরেলগঞ্জে আদালতের রায় উপেক্ষা করে জমির সীমানা পিলার তুলে নেয়ার অভিযোগ

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১১:৪৩:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১১:৪৩:১৬ পূর্বাহ্ন
মোরেলগঞ্জ (বাগেরহাট) থেকে রাজীব আহসান রাজু মোরেলগঞ্জে আদালতের রায় উপেক্ষা করে জমির সীমানা পিলার তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ৪ আগস্ট সকালে উপজেলার খাউলিয়া ইউনিয়নের চিপা বারইখালী গ্রামের বাসিন্দা মো. তানিম খান স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের কাছে এ অভিযোগ করেন। তানিম খানের অভিযোগ, প্রতিবেশী দাঙ্গাবাজ মিজানুর রহমান ও তার স্ত্রী মাকসুদা মাকামীসহ তাদের লোকজন প্রায় ৫০ বছর ধরে ভোগদখলে থাকা আমার পৈত্রিক সম্পত্তির ৩০ শতক জমি দখলে নিতে বিভিন্ন সময় মিথ্যা হয়রানি করে আসছিল। হয়রানির হাত থেকে বাঁচতে ১৪৪/১৪৫ ধারায় আদালতে একটি মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত শুনানি শেষে আমাদের পক্ষে রায় দেন। রায়ের পর বিবাদীরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে যান এবং আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়। তানিম জানান, আদালতের রায়কে উপেক্ষা করে গত ১৫ জুলাই সকালে আব্দুল হাকিম হাওলাদারের ছেলে মিজানুর রহমান ও তার স্ত্রী মাকসুদা মাকামী, হাকিম হাওলাদারের ছেলে হাফিজ হাওলাদার, আব্দুর রশিদ হাওলাদারের মেয়ে রোজিনা বেগম তাদের লোকজন দিয়ে আমার ৩০ শতক জমি দখল করতে জমিতে পোতা সীমানা পিলার তুলে নিয়ে যায়। এতে বাধা দিতে গেলে আমাদেরকে মিথ্যা মামলায় জড়ানোসহ প্রণনাশের হুমকি দেয়। জমি রক্ষায় এবং মিথ্যা হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তানিম ও তার পরিবার।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net