
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) থেকে এস এইচ কাইয়ুম
ঈশ্বরগঞ্জে ৫২ পিস ইয়াবাসহ মাদক কারবারি হাড্ডি বাবুসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের গত শুক্রবার আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক কারবারি, চোরাই গরু বিক্রেতা এবং সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভার দত্তপাড়া এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম বাবু (৩৭), যিনি হাড্ডি বাবু, কিলার বাবু বা বাবু মিয়া জনি নামেও পরিচিত, তাকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে সোপর্দ করা হয়।
অভিযানে নান্দাইল মডেল থানার আতকাপাড় গ্রামের বাসিন্দা মতিউর রহমানের ছেলে জসীম উদ্দিন (৩২)কে চোরাই গরুসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে ঈশ্বরগঞ্জ থানার অর্থঋণ আইনের মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি পৌরসভার দত্তপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে হাবিবুল আলম ও ভালুকা মডেল থানার ওয়ারেন্টভুক্ত আসামি দত্তপাড়া গ্রামের মৃত ভগবান কৈরীর ছেলে রতন কৈরী। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে বিভিন্ন মামলার মোট ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জে ৫২ পিস ইয়াবাসহ মাদক কারবারি হাড্ডি বাবুসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের গত শুক্রবার আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক কারবারি, চোরাই গরু বিক্রেতা এবং সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভার দত্তপাড়া এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম বাবু (৩৭), যিনি হাড্ডি বাবু, কিলার বাবু বা বাবু মিয়া জনি নামেও পরিচিত, তাকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে সোপর্দ করা হয়।
অভিযানে নান্দাইল মডেল থানার আতকাপাড় গ্রামের বাসিন্দা মতিউর রহমানের ছেলে জসীম উদ্দিন (৩২)কে চোরাই গরুসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে ঈশ্বরগঞ্জ থানার অর্থঋণ আইনের মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি পৌরসভার দত্তপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে হাবিবুল আলম ও ভালুকা মডেল থানার ওয়ারেন্টভুক্ত আসামি দত্তপাড়া গ্রামের মৃত ভগবান কৈরীর ছেলে রতন কৈরী। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে বিভিন্ন মামলার মোট ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।