চৌমুহনীতে সাংবাদিকদের মানববন্ধন-বিক্ষোভ

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১২:২৭:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১২:২৭:০৪ পূর্বাহ্ন
বেগমগঞ্জ (নোয়াখালী) থেকে প্রদীপ কুমার সেন
গাজীপুরে জনসম্মুখে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে হত্যা করার প্রতিবাদে নোয়াখালীর ঐতিহ্যবাহী প্রাচীনতম চৌমুহনী প্রেসক্লাবের উদ্যেগে জেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে গত ৯ আগস্ট দুপুরে বেগমগঞ্জের চৌমুহনী পাবলিক হলের সামনে এক মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনষ্ঠিত হয়েছে।
চৌমুহনী প্রেসক্লাবের আহ্বায়ক ইয়াকুব নবী ইমন এর সভাপতিত্বে ও চৌমুহনী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক সংবাদের বেগমগঞ্জ প্রতিনিধি মোস্তফা মহসিন এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম হারুন, চৌমুহনী প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন, আবদুর রহিম। নোয়াখালী সাংবাদিক ইউনিটির আহ্বায়ক শাহ জামাল, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম মানিক। আরো বক্তব্য রাখেন চৌমুহনী প্রেসক্লাবের সদস্য কবির আহাম্মদ ফারুক, মনির হোসেন সজিব, রাশেদ সিদ্দিকী প্রমুখ। সভায় বক্তাগন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার তীব্রনিন্দা জানান এবং এ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচারের জোর দাবি জানান। ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল চৌমুহনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net