সৌদি আরবে মৃত্যু অর্থের অভাবে দেশে লাশ আনতে পরিবারের অপারগতা

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১২:৪৩:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১২:৪৩:০৫ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী
লক্ষ্মীপুর জেলার  রায়পুর উপজেলার  ২নং উত্তর চরবংশী, ইউনিয়নের, উত্তর চরবংশী, মুলা বেপারি বাড়ি নিবাসী মৃত সেকান্তর বেপারির ছোট ছেলে  সেরাজুল  বেপারী (৩৫) গত ৭ আগস্ট সৌদি আরব ডিউটিরত অবস্থা এক্সিডেন্ট করে বাংলাদেশ সময় আনুমানিক ৫টার সময় মৃত্যুবরণ করেন। তার লাশ সৌদি আরবের  রাজধানী  রিয়াদ মনুসিয়া রিমন মেডিকেল মর্গে রাখা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইটি মেয়ে সন্তান বৃদ্ধা মা রেখে যান। মৃত সেরাজুল বেপারির মা জানান তার ছেলের লাশ বাংলাদেশে আনতে ৩ লাখ টাকা লাগবে।  এত টাকা জোগাড় করা তাদের পক্ষে সম্ভব না। তাই তার ছেলেকে শেষ দেখা পরিবার বর্গের সুযোগ হবে না।
এদিকে দুর্ঘটনায় মৃত সিরাজুল বেপারীর স্ত্রী আমাদের প্রতিবেদক কে  জানান আমার স্বামী টাকা ধার দেনা করে বিদেশে যান,  দেনা পরিশোধ না হতেই এই দুর্ঘটনা ঘটে। যেই কয় টাকা বেতন পেতেন তা  দিয়ে খুবই কষ্টে পরিবারের খরচ চালানো হতো। অবশিষ্ট কোন টাকা থাকতো না।টাকার অভাবে আমার স্বামীর লাশ  দেশে আনতে পারবো না এর জন্য স্বামীর মুখটা শেষ দেখা ও দেখতে পারবো না। এদিকে অএ এলাকার  আস-সবুর ফাউন্ডেশন জানান ১ লাখ টাকা তারা জোগার করে দিতে পারবে কিন্তু তিন লক্ষ টাকা তাদের পক্ষে দেয়া সম্ভব না। এলাকা বাসি জানান বাংলাদেশ প্রবাসী কল্যান মন্ত্রনালয় যদি পাশে দাঁড়ায়  তা হলে লাশ বাংলাদেশে আনা সম্ভব হতো। বাংলাদেশ প্রেসক্লাবের লক্ষীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী বলেন,  প্রবাসী বাংলাদেশির এমন মৃত্যু কখনো কেউ কামনা করে না।বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন নিরীহ সেরাজুলের অসহায় পরিবারের সদস্যদের মুখের দিকে তাকিয়ে  মৃত্যু সেরাজুলের লাশটি পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করলে অসহায় পরিবারটি চির কৃতজ্ঞ থাকবে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net