রাজধানীতে ধাক্কামারা চক্রের দুই সদস্য গ্রেফতার

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৭:০৯:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৭:০৯:৪১ অপরাহ্ন
রাজধানীতে কৌশলে ভিড়ের মধ্যে ধাক্কা দিয়ে জিনিসপত্র ছিনিয়ে নেওয়া ‘ধাক্কামারা’ চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  তারা হলো, জুথী আক্তার শ্রাবন্তী ওরফে যুথি আক্তার জ্যোতি ওরফে লিমা আক্তার (২২) ও শাহনাজ বেগম (৪২)। গত শুক্রবার বিকাল আনুমানিক ৫টার দিকে তেজগাঁও থানার বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল রবিবার দুপুরে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।তেজগাঁও থানার বরাতে তালেবুর রহমান বলেন, ওই দুই নারী বসুন্ধরা সিটি শপিং মলের সপ্তম তলার লিফটের সামনে কৌশলে এক নারীকে ধাক্কা দিয়ে তার ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ৪০ হাজার টাকা চুরি করে। এ সময় সন্দেহ হলে ভুক্তভোগী নারী তার ব্যাগ পরীক্ষা করে টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। এরপর তিনি ও তার স্বামীর ডাক-চিৎকারে শপিং মলের নিরাপত্তা প্রহরীরা এগিয়ে আসেন। পরে দুই নারীকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা অজ্ঞাত আরও দুজন কৌশলে পালিয়ে যান।ঘটনাস্থলে আরও দুই ভুক্তভোগী নারী জানান, তাদের কাছ থেকেও যথাক্রমে ১ লাখ টাকা এবং ৪ দশমিক ৫ গ্রাম ওজনের একটি স্বর্নের টিকলি ও ১০ হাজার টাকা চুরি হয়েছে।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তেজগাঁও থানা-পুলিশ ও নারী পুলিশের সহায়তায় আসামি যুথি আক্তারের ভ্যানিটি ব্যাগ থেকে চুরি যাওয়া নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং স্বর্নের টিকলি উদ্ধার করা হয়।প্রাথমিক তদন্তে জানা গেছে, যুথি আক্তার একটি আন্তঃজেলা পকেটমার চক্রের নেতা। তার নেতৃত্বে ঢাকাসহ সারা দেশে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন শপিং মল, রাস্তা ও গণপরিবহনে চুরির ঘটনা ঘটিয়ে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা আছে। এ ঘটনায় ডিএমপির তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।‘ধাক্কামারা’ চক্রের দুই সদস্য গ্রেফতার।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net