চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরি গ্রেফতার ৪

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৭:১০:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৭:১০:৪৯ অপরাহ্ন
রাজধানীতে চেতনানাশক ওষুধ খাইয়ে অটোরিকশা চুরির ঘটনায় জড়িত চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল  রোববার আদাবর ও মোহাম্মদপুর এলাকার বিভিন্ন অটোরিকশা গ্যারেজে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মিরপুর মডেল থানার একটি টিম।গ্রেপ্তার চারজন হলেন— জহিরুল (২২), আলমগীর (৩২), মেহেদী (২১) ও ইয়ামিন (১৯)। তাদের কাছ থেকে চুরি যাওয়া ব্যাটারি চালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ভুক্তভোগী মো. সজিবুল ইসলাম রাসেল (২২) গত ৩ আগস্ট মিরপুর-১০ গোলচত্বর থেকে দুই অজ্ঞাত ব্যক্তিকে ভাড়া নিয়ে শেরেবাংলা নগরের জাতীয় পঙ্গু হাসপাতাল এবং পরে মোহাম্মদপুরে নিয়ে যান।শ্যামলীতে আরও দুইজন রিকশায় উঠে কৌশলে তাকে চেতনানাশক মেশানো রসমালাই খাওয়ায়। কিছুক্ষণ পর রাসেল অচেতন হয়ে পড়লে চোরেরা তাকে রাস্তায় ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। গাড়িটির বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।রাসেলের জ্ঞান ফেরে ৬ আগস্ট রাতে। তখন তিনি জানতে পারেন, একজন অজ্ঞাত রিকশা চালক তাকে মিরপুর-১০ এ বাসায় পৌঁছে দিয়েছিল। পরে তার অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানায় মামলা করা হয়। মামলার পরই পুলিশের একটি দল আদাবর থানার সহায়তায় মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে এবং চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করে।গ্রেপ্তার চার চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিসি তালেবুর রহমান।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net