পাকিস্তানের বিপক্ষে সমতায় ফিরলো উইন্ডিজরা

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৭:২৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৭:২৬:২৭ অপরাহ্ন
ঘরের মাঠে সিরিজের শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছিল ক্যারিবীয়রা। তবে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। ৫ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৬ বছর পর ৫০ ওভারের ফরম্যাটে পাকিস্তানকে হারালো তারা। ২০১৯ সালের ৩১ মে ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ পাকিস্তানকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর কেবল ২০২২ সালে দুদলের মধ্যে একটি দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। ওই সিরিজে পাকিস্তান জিতেছিল ৩-০ ব্যবধানে। গত রোববার ত্রিনিদাদের ব্রায়ান লিরা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১০ বল আর ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শুরু থেকেই টেস্ট স্টাইলে ব্যাট করছিল। এরপর বৃষ্টির বাধায় তিনবার খেলা বন্ধ হয়। শেষ পর্যন্ত ইনিংসের দৈর্ঘ্য কমিয়ে ৩৭ ওভারে নামিয়ে দেওয়া হয়। যে কারণে পাকিস্তান পুঁজিটা খুব বেশি বড় করতে পারেনি। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৩০ বলে অপরাজিত ৩৬ রান করেন হাসান নওয়াজ। হুসাইন তালাত ৩২ বলে ৩১, ওপেনার আব্দুল্লাহ শফিক ৪০ বলে ২৬, সাইম আইয়ুব ৩১ বলে ২৩ ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৩৮ বলে ১৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রস্টন চেজ ৪৭ বলে অপরাজিত ৪৯ রান করেন। এছাড়া শারফেন রাদারফোর্ড ৩৩ বলে ৪৫, শাই হোপ ৩৫ বলে ৩২ ও জাস্টিন গ্রিভস অপরাজিত ৩১ বলে ২৬ রান করেন। বল হাতে পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net