ওয়াফিদ সিøপে দুর্নীতির রাজত্ব

মধ্যপ্রাচ্যগামী শ্রমিকরা জালিয়াতির ফাঁদে

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৫৯:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:৫৯:৩১ পূর্বাহ্ন
সিøপ জালিয়াতি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের মেডিকেল চেকআপে সিন্ডিকেট করে সুযোগ সন্ধানী ১০ মালিকের বিশেষ কয়েকটি সেন্টারে জিম্মি হয়ে পড়েছে গালফ কো-অপারেটিভ কাউন্সিল (জিসিসি) অনুমোদিত মেডিকেল সেন্টারগুলো। ওয়াফিদ বা চয়েস সিøপ পদ্ধতির পুরোটাই নিয়ন্ত্রণ করছে প্রায় ৩৩টি মেডিকেল সেন্টার। জিসিসির আওতাভুক্ত দেশের ২৬০টি মেডিকেল সেন্টারের মধ্যে মাত্র ৩৩টি সেন্টার ৯৫ শতাংশ মেডিকেল চেকআপ নিয়ন্ত্রণ করছে। এই ৩৩ সেন্টারের মালিকও ঘুরেফিরে ভাইরাসের নামে- বেনামে নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি। তাদের বিরুদ্ধে মেডিকেল চেকআপে জিসিসি নির্ধারিত সাড়ে ৮ হাজার টাকার পরিবর্তে কোনো কোনো শ্রমিকের কাছ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তারা সার্ভার ম্যানুপুলেট ও হ্যাংয়ের মাধ্যমে অন্য মেডিকেল সেন্টারকে যেমন বঞ্চিত করছে, তেমনি নিজেরা কোটি কোটি টাকা অবৈধ আয় করে সেটা বিদেশে পাচার করছে। আবার অন্যান্য যেসব ব্যক্তির মেডিকেল সেন্টার রয়েছে তাদেরও ৬০ থেকে ৭০ শতাংশ অলিখিত মালিকানায় রয়েছে ওই নির্দিষ্ট ৬ সিন্ডিকেট। অথচ বর্তমানে একটি মেডিকেল সেন্টার করতে ৬ থেকে ৭ কোটি টাকা বিনিয়োগ করতে হয়। এত বিশাল বিনিয়োগের পরও মেডিকেল সেন্টারের মালিকরা সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে নিঃস্ব অবস্থা। সূত্র জানায়, এই সেন্টারগুলির মালিকও ঘুরেফিরে নামে বেনামে নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি। তাদের বিরুদ্ধে মেডিকেল চেকআপে জিজিসি নির্ধারিত সাড়ে ৮ হাজার টাকার পরিবর্তে কোনো কোনো শ্রমিকের কাছ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তারা সার্ভার ম্যানুপুলেট ও হ্যাকিংয়ের মাধ্যমে অন্য মেডিকেল সেন্টারকে যেমন বঞ্চিত করছে, তেমনি নিজেরা কোটি কোটি টাকা অবৈধ আয় করে সেটা বিদেশে পাচার করছে। আবার অন্যান্য যেসব ব্যক্তির মেডিকেল সেন্টার রয়েছে তাদেরও ৬০ থেকে ৭০ শতাংশ অলিখিত মালিকানায় রয়েছে ওই সিন্ডিকেটের মালিকেরা। অথচ বর্তমানে একটি মেডিকেল সেন্টার করতে ৬ থেকে ৭ কোটি টাকা বিনিয়োগ করতে হয়। এত বিশাল বিনিয়োগের পরও মেডিকেল সেন্টারের মালিকরা সিন্ডিকেটের দৌরাত্মের কারনে ধংসের মুখে পতিত হচ্ছে। বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা দিতে হয় দূতাবাস এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে। বিশেষ করে সৌদি আরবসহ মাধ্যপ্রাচ্যগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার সনদ প্রয়োজন হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে এসকল মেডিকেল সেন্টার ভুয়া সনদ দেওয়াসহ নানা প্রতারণার ফাঁদ পেতে রমরমা বাণিজ্যে মেতে উঠেছে। গামকার সদস্যরা জানান, সাবেক গামকা ও বর্তমানে জিসিসি অনুমোদিত সেন্টারগুলোর ৯৫ শতাংশ কাজ পাচ্ছে না। তারা দিনে চার-পাঁচটি করে মেডিকেল টেস্ট রিক্যুইজিশন পান। কোনোদিন মোটেও পান না। এতে তাদের ভাড়া ও কর্মচারীদের বেতনও হয় না। অথচ কয়েকটি সেন্টার রাত-দিন মেডিকেল চেকআপ করেও কাজ শেষ করতে পারছে না। নিয়ম অনুযায়ী সব মেডিকেল সেন্টার অ্যালফাবেট সিরিয়াল অনুযায়ী সমান সংখ্যক রিক্যুইজিশন পাওয়ার কথা। কিন্তু চক্রের সদস্যরা তাদের বঞ্চিত করে ওয়াফিদ পদ্ধতিকে ম্যানুপুলেট করে নিজেরা অবৈধভাবে প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এ ছাড়া চক্রটি ঢাকার বাইরের বিভিন্ন জেলা যেমন রাজশাহী, কক্সবাজার, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলার মেডিকেল সেন্টারের নামে ওয়াফিদ বা চয়েস স্লিপ তুলে ঢাকায় মেডিকেল চেকআপ করাচ্ছে। আবার ওইসব টেস্ট রিপোর্ট আপলোড দেওয়া হচ্ছে ওই জেলা থেকে। কোনো কোনো ক্ষেত্রে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই শ্রমিকদের ফিটনেস সনদ দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। জিসিসির নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি একটিমাত্র মেডিকেল সেন্টারের মালিক হতে পারেন। কিন্তু বর্তমানে জিসিসিতে এমন কিছু ব্যক্তি রয়েছেন, তাদের ২৫ থেকে ৩০টি পর্যন্ত মেডিকেল সেন্টার রয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগে জানা গেছে, কক্সবাজার, বরিশাল ও রাজশাহীর মেডিকেল সেন্টারগুলোর নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ বেশি। এরই মধ্যে কক্সবাজার, বরিশাল ও রাজশাহী অঞ্চলে গড়ে উঠেছে জাল মেডিকেল রিপোর্ট দেওয়ার একাধিক সেন্টার। যেসব সেন্টারের মাধ্যমে জাল প্রতিবেদন ও ভুয়া প্রতিবেদন কারবার চলে, সেগুলো হচ্ছে কক্সবাজারের আল-ম্যান মেডিকেল সেন্টার, বে-মেডিকেল সেন্টার, কমন হেলথ কেয়ার, ম্যাক্স মেডিকেল সেন্টার ও সুকো মেডিকেল পয়েন্ট। বরিশালের আলিফ চেকআপ সার্ভিস, বরিশাল সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার ও ইয়াকিন মেডিকেল সেন্টার, রাজশাহীর আল-আলী ডায়াগনস্টিক সেন্টার, আল-নাহিয়ান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সার্ভিস, হোপ মেডিকেল সেন্টার, নাজওয়া মেডিকেল সেন্টার ও সততা মেডিকেল চেকআপ সেন্টার। জালিয়াতির সঙ্গে জড়িত রাজধানী ঢাকার মেডিকেল সেন্টারগুলোর মধ্যে রয়েছে ইকোল্যাব মেডিকেল সেন্টার, এসকেএন হেলথ সার্ভিস, এসআর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, স্মার্ট মেডিকেল সেন্টার, ধামহাসি মেডিকেল সেন্টার, আইকন মেডিকেল সেন্টার, মর্ডান মেডিকেল সেন্টার, ইশতিয়াক মেডিকেল সেন্টার, তুর্কি, অন-কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, প্যাসিফিক মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড, আল-বাহ মেডিকেল সেন্টার, হোপ মেডিকেল, তাবুক, সাহারা মেডিকেল সেন্টার, মেডিকুইস্ট, ইয়াদান, ক্রিস্টাল ডায়াগনস্টিক, সর্বশ্রেষ্ঠ মেডিকেল সেন্টার, সারা মেডিকেল সেন্টার, ইয়াকিন ও ঢাকা হেলথ। এসব মেডিকেল সেন্টারের বিরুদ্ধে আনফিট শ্রমিকদের ‘ফিট’ রিপোর্ট দেওয়া এবং অনলাইনে আপলোড দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। জিসিসি অনুমোদিত মেডিকেল সেন্টারে চয়েস স্লিপ ও হ্যাকিং কারবারে যাদের বিরুদ্ধে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ এসেছে, তারা হলেন নয়াপল্টনের ইকোল্যাব ডায়াগস্টিক সেন্টারের মালিক কানাডা প্রবাসী নোমান ওরফে স্লিপ নোমান। তিনি একসময় গামকায় স্লিপ তোলার কাজ করতেন। পরে নিজেই মেডিকেল সেন্টার খোলেন। তাকে বলা হয় জিজিসি মেডিকেল স্লিপ কারবার চক্রের মূল হোতা। তার সঙ্গে আছেন মেডিকেল সেন্টার মালিক মোহাম্মদ বশীর, জসিম উদ্দিন সৈয়দ, জাহাঙ্গীর বিশ্বাস, নোমান চৌধুরী ও তার ভাই এনাম চৌধুরী, মো মুজিবুর রহমান রুবেল, শরিফ ও কপিল মজুমদার এবং আল রিয়াদ মেডিকেল সেন্টারের মালিক মিঠু। এই মিঠু ওয়াফিদ স্লিপ জালিয়াত চক্রের অন্যতম হোতা। চক্রের অপর সদস্য রিক্রুটিং এজেন্সি রাব্বী ইন্টারন্যাশনালের মালিক মোহাম্মদ বশীরের মেডিকেল সেন্টারের সংখ্যা ১২টির বেশি। রাজশাহীর হোপ ও কক্সবাজারের বে মেডিকেল সেন্টারের মালিকানাও বশীরের। এই চক্রের অন্য সদস্য ইউনাইটেড ম্যান পাওয়ার কনসালটেন্সির জসিম উদ্দিন সৈয়দের মেডিকেল সেন্টার আছে প্রায় ৩০টি। অন্য সদস্য জেএসকে ট্রাভেলসের মো. খোরশেদ আলমের ২২টি, গামকার সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের আছে প্রায় ২০টি, দামহাসি করপোরেশন লিমিটেডের নোমান চৌধুরী ও তার ভাই স্মার্ট মেডিকেল সেন্টারের এনাম চৌধুরীর আছে ১১টি। এই নোমান চৌধুরীর এসআর মেডিকেল সেন্টার ও এনাম চৌধুরী চয়েস স্লিপ ওঠানোর মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত। রুবেল বাংলাদেশ লিমিটেডের মো. রুবেলের রয়েছে ১১টি। চক্রের আরও এক সদস্য হচ্ছেন এসকেএন মেডিকেল সেন্টারের মালিক কপিল মজুমদার। এই চক্রটি বছরের পর বছর ধরে সাধারণ মেডিকেল সেন্টার মালিকদের ঠকিয়ে পুরো মেডিকেল চেকআপ কারবার নিয়ন্ত্রণ করছেন। একজন মেডিকেল সেন্টার মালিক বলেন, ‘সাড়ে ৪ কোটি টাকা ব্যয় করে মেডিকেল সেন্টার করেছি। দিনে কাজ পাই চার থেকে পাঁচটি। লাভ দূরে থাক, কর্মচারীদের বেতনও দিতে পারি না। অথচ চক্রের সদস্যরা একটি সেন্টারেই দিনে আড়াইশ থেকে ৫০০ পর্যন্ত মেডিকেল চেকআপ করাচ্ছে কোন যাদুবলে। সংশ্লিষ্টরা আরও বলেন, সৌদি আরব, ওমান, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইয়েমেনগামী প্রায় ১৫ লাখ শ্রমিক বর্তমানে জিসিসি ওয়াফিদ মাফিয়া চক্রের কবলে পড়েছে। এই সেন্টারগুলোতে পরীক্ষার নামে টাকা নিয়ে ফিট রিপোর্ট দেওয়া হয়-এমন শ্রমিকদের যারা আসলে আনফিট। প্রতিটি ভুয়া রিপোর্ট ইস্যুর জন্য ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়। জালিয়াত চক্রের কারণে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি ও অভিবাসন বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ করে সংশ্লিষ্টরা বলেন, ‘জাল প্রতিবেদনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে প্রবেশ করা অনেক শ্রমিক বিদেশে স্বাস্থ্য পরীক্ষায় আনফিট হিসেবে ধরা পড়েছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি খালি হাতে দেশে ফেরত আসতে হচ্ছে। শ্রমিক প্রেরণকারী দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। অভিযোগ রয়েছে, গামকা বা জিসিসির ওয়াফিদ চক্রের সঙ্গে সৌদি আরব দূতাবাসের কিছু অসাধু কর্মকর্তাও জড়িত রয়েছে। নতুন মেডিকেল সেন্টারে তালিকাভুক্ত করতে চাইলে কোটি টাকার শেয়ার দাবি করা হয়। নিয়ম অনুযায়ী, প্রতিটি মেডিকেল সেন্টারে নারী ও পুরুষ চিকিৎসক এবং টেকনিশিয়ান থাকা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে রাজশাহী, কক্সবাজার ও বরিশালের অনেক কেন্দ্রে নারী চিকিৎসক নেই। পুরুষ ডাক্তার দিয়ে নারীদের স্বাস্থ্য পরীক্ষা করানোর মতো ঘটনা ঘটছে। সংশ্লিষ্টরা বলেন, এই দুর্নীতির বিরুদ্ধে অবিলম্বে সরকারকে তদন্ত কমিটি গঠন করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সৌদি দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে ঢাকার বাইরে জিসিসি অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনশক্তি রপ্তানী ও প্রশিক্ষণ ব্যুরোসহ বিভিন্ন দফতরে চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে তারা এইবিষয়ে শিগগিরই ব্যবস্থা নিবেন। জাল মেডিকেল রিপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়া ভুক্তভোগী রতম মিয়া বলেন, আমি দালালের মাধ্যমে কক্সবাজারের একটি গামকা অনুমোদিত মেডিকেল সেন্টারে ২৫ হাজার টাকা দিয়ে ফিট মেডিকেল রিপোর্ট সংগ্রহ করি। সৌদি আরব যাওয়ার পর আবার মেডিকেল চেকআপ করালে আমি আনফিট হয়ে পড়ি। ফলে আমাকে দেশে খালি হাতে ফিরে আসতে হয়েছে। এখন প্রতিদিন সুদে নেওয়া টাকার জন্য চাপ। এই অবস্থায় আমার আত্মহত্যা ছাড়া উপায় নেই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে গামকার সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, কিছু প্রতিষ্ঠান কারসাজির মাধ্যমে কমবেশি মেডিকেল চেকআপ করছে। আমরা মেডিকেল সেন্টারের মালিকরা নিজেদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা সব মালিকের জন্য ইক্যুয়াল বা সমবণ্টন চাই। শিগগির এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেব।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net