ক্ষোভ প্রকাশ করলেন সুনেরাহ

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৯:১৪:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৯:১৪:৪৩ অপরাহ্ন
মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কলিগদের কিছু ছবি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এবার ট্রল করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুনেরাহ বিনতে কামাল একটি পোস্ট করেন। পোস্টে তিনি বলেন, ‘অ্যাক্টরদের কেন দেখতে ফ্ললেস হতে হবে? মানুষ তো, এআই না।’ তার কথায়, ‘বেশ কিছু দিন ধরে দেখছি আমার কিছু কলিগদের কিছু ছবি নিয়ে তাদের কে ট্রল করা হচ্ছে। অ্যাক্টরসদের কেন দেখতে ফ্ললেস হতে হবে? এখানে সবাই মানুষ, টায়ার্ড হলে ডার্ক সার্কেল বুঝা যাবে, রোদ এ পুড়লে ট্যান হবে এটাই স্বাভাবিক।’ তিনি আরও বলেন, ‘অ্যাক্টরস দেরকে জাজ করা উচিত তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি নিয়ে, সিঙ্গারস দের কে সিংগিং ক্যাপাবিলিটি নিয়ে। আর মানুষের চেহারা জাজ করার রাইট এন্ড মাথা ব্যথা কারোরই থাকার কথা না। মানুষদের ফ্লস তাদের বিউটি। মানুষ তো, এআই না।’ প্রসঙ্গত, নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সুনেরাহ। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net