‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে যোগ দিচ্ছেন আনা

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৯:১৯:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৯:১৯:৩০ অপরাহ্ন
হলিউড অভিনেত্রী আনা দে আরমাস। সম্প্রতি তিনি টম ক্রুজের সঙ্গে প্রেমের গুঞ্জনে শিরোনামে রয়েছেন। চারদিকে তাকে নিয়ে চলে এই আলোচনা। তবে এবার নতুন খবরের শিরোনাম হলেন তিনি। আর সেটা হয়েছেন নতুন সিনেমার জন্য। অভিনেত্রী নাকি যোগ দিচ্ছেন মার্ভেলের বহুল প্রত্যাশিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবিতে। যদিও তার চরিত্র সম্পর্কে কিছুই প্রকাশ করা হয়নি এখনো তবে এটি হবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে তার প্রথম কাজ হতে যাচ্ছে। সম্প্রতি আনা দে আরমাসকে অ্যাকশনধর্মী ছবি ‘ব্যালেরিনা’-তে দেখা গেছে। সেখানে তিনি কিয়ানু রিভসের সঙ্গে অভিনয় করেছেন। দারুণ অ্যাকশন দৃশ্যে দর্শকদের মুগ্ধ করেছেন এই তারকা। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ আসলে ২০১৯ সালের এন্ডগেমের পরবর্তী অধ্যায়। এখানে দীর্ঘ বিরতির পর রবার্ট ডাউনি জুনিয়র আবার ফিরছেন মার্ভেল দুনিয়ায়। পূর্বে ঘোষিত ক্যাং ডাইনাস্টির পরিবর্তে এই ছবিটি আসছে। এতে থাকছে একঝাঁক তারকার সমাবেশ। পুরনো ও নতুন অ্যাভেঞ্জার্সরা হাজির হবেন এ ছবিতে। এমনকি ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর সদস্যরাও যোগ দিচ্ছেন। অভিনেতাদের তালিকায় রয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওর্থ, অ্যান্থনি ম্যাকি, টম হিডলস্টন, পল রাড, ফ্লোরেন্স পিউ, পেদ্রো পাস্কাল, ভেনেসা কার্বি, জোসেফ কুইনসহ আরও অনেকে। পাশাপাশি প্রাক্তন এক্স-মেন তারকারাও ফিরছেন। ২০০০ সালের ‘এক্স-মেন’ ছবিতে ‘মিস্টিক’ চরিত্রে অভিনয় করা রেবেকা রোমেইন জানিয়েছেন, শুটিংয়ের সময় তার মনে হয়েছিল যেন ২০-২৫ বছর আগের চরিত্রে ফিরে গেছেন। এ অভিজ্ঞতা ছিল তার জন্য খুবই অবাস্তব ও আবেগঘন। ‘ব্যালেরিনা’ ছবিতে আনা দে আরমাস অভিনয় করেছেন ইভা মাকারো চরিত্রে। যিনি বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে খুনিদের এক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের বড় মুহূর্ত। কিয়ানুর সঙ্গে আবার কাজ করাটা আমাকে নিজের যাত্রাপথের দিকে ফিরে তাকানোর সুযোগ দিয়েছে।’ অ্যাভেঞ্জার্স: ডুমসডে ২০২৬ সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net