ঐতিহ্যবাহী শেরপুর চেম্বার অফ কমার্সের নির্বাচন স্থগিত

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১০:৫৫:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১০:৫৫:১০ অপরাহ্ন
শেরপুর থেকে জি এইচ হান্নান
আগামী ২২ আগস্ট শেরপুর চেম্বার অফ কমার্সের নির্বাচন স্থগিত করেছে শেরপুর জজ আদালতের সিনিয়র সহকারী জজ তাহমিনা আফরোজ তানি। গত সোমবার দুপুর ২টার দিকে আদালত এই সিদ্ধান্ত দেয়। আদালত সূত্রে জানা গেছে, ১০ আগস্ট আদালতে অন্য প্রকার মামলা নামে এই মামলা দায়ের করেন সাইফুল ইসলাম স্বপন ও হাসেম আহাম্মেদ ছিদ্দিকী। সোমবার মামলা শুনানি করেন মূল আইনজীবী বিএনপি নেতা আখতারুজ্জামান, সহযোগিতায় ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এড. সিরাজুল ইসলাম, বিশেষ পিপি এড. রুবি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, বিএনপি নেতা আতাহার আলী। মামলার মূল আইজীবী আখতারুজ্জামান জানিয়েছেন সংক্ষুব্ধ বাদী পক্ষ আদালতে অভিযোগ করেন শেরপুর চেম্বার অফ কমার্সের অধিকাংশ ভোটার ভুয়া, এক নামে একাধিক ভোটারের নাম রয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে সোমবার এই সংক্রান্ত রায় দেন। রায়ে বিচারক লিখেন ত্রুটি যুক্ত ভোটার তালিকা ঠিক করা না পর্যন্ত ওই নির্বাচনে নিষেধাজ্ঞা থাকবে। আগামী ২২ আগস্ট নির্বাচনে স্থগিত ও চেম্বার সভাপতি আরিফ হোসেন, চেম্বার সচিব হারুণ অর রশিদ, প্রধান নির্বাচন কমিশনার এড. মাহবুব আলম রকিব ও বাছাই কমিটির আহ্বায়ক এড. এম মোরাদুজ্জামানকে ৭ দিনের কারণ দর্শাতে বলা হয়েছে। এতে অন্তত নয় বছর পরে আগামী ২২ আগস্ট চেম্বারের জমজমাট নির্বাচন বন্ধ হয়ে গেল।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net