গাইবান্ধায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ১০:৩১:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ১০:৩১:৪৭ পূর্বাহ্ন
গাইবান্ধা থেকে মিলন খন্দকার গাইবান্ধা জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের যৌথ আয়োজনে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে গত সোমবার সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। মেলায় এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি।’ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। শেষে প্রধান অতিথি মেলায় উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীদের হাতে একটি করে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের ৪৫টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। বক্তারা বলেন, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি দারিদ্র বিমোচন আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বৃক্ষরোপণ অভিযানের গূরুত্ব অপরিসীম। তারা বলেন, প্রজাতি নির্বাচনের ক্ষেত্রে আপনার চাহিদা ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বনজ, ফলদ, ঔষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষ রোপণের উদ্যোগ গ্রহণ করতে হবে। যেন মনের খোরাকের সাথে সাথে অর্থ উপার্জন করা যায়।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net