প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে কানাডা যাচ্ছেন সিইসি

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৩:৫৮:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৩:৫৮:৫২ অপরাহ্ন
কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত কানাডা সফর করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সরকারি এক আদেশে এ সফরের সূচি নির্ধারণ করা হয়েছে। এ সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার। সফরের মূল উদ্দেশ্য হলো টরন্টো ও অটোয়ায় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া এবং কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা। সিইসি ২৬ আগস্ট বা তার কাছাকাছি সুবিধাজনক তারিখে ঢাকা থেকে কানাডার উদ্দেশে যাত্রা করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি ও তার সফরসঙ্গী প্রবাসী ভোটারদের সঙ্গে এক সভায় অংশ নেবেন। সেখানে ভোটার নিবন্ধন প্রক্রিয়া, এর সুবিধাসমূহ এবং বিভিন্ন প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়া হবে। সফর শেষে সিইসি ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত কানাডার ভ্যাঙ্কুভারে ব্যক্তিগত ছুটিতে থাকবেন। এই ছুটির অতিরিক্ত সময়ের সব ব্যয় তিনি নিজে বহন করবেন। সর্বশেষ ৮ সেপ্টেম্বর তিনি ঢাকায় ফিরবেন। নির্বাচন কমিশন মনে করছে, কানাডায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রমের এই উদ্যোগ প্রবাসীদের ভোটাধিকারে অংশগ্রহণ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি এটি ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে কমিশন।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net