সুনামগঞ্জের মধ্যনগরে বিজিবির যৌথ অভিযানে অবৈধ ভারতীয় ব্লেজারের কাপড় আটক

আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১২:৪৪:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১২:৪৪:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জ থেকে আফতাব উদ্দীন
২৮ বর্ডারগার্ড (বিজিবি)-এর সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং বংশীকুন্ডা ইউনিয়নের বাংগালভিটা বিওপির সদস্যরা ভারতীয় সীমান্ত পিলারের ১১৯০/১৩এস হতে ৩শ’ গজ বাংলাদশের অভ্যন্তরে কান্দাপাড়া নামক স্থান হতে মালিকবিহীন ২১০০ মিটার ভারতীয় অবৈধ ব্লেজারের কাপড় আটক করা হয়েছে। গত মঙ্গলবার ভোরে বাংগালভিটা বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের উপর গোপন সংবাদের ভিত্তিতে কান্দাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় ব্লেজার কাপড় উদ্ধার করেন। যার বর্তমান বাজার মূল্যে প্রায় চৌদ্দ লাখ ৭০ হাজার টাকা হবে।
এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান বিজিবি)-এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এসব অবৈধ ভারতীয় গণ্য আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির ঊর্ধ্বতন সদর দফতরের কর্তৃপক্ষের নির্দেশে  ভারতের সাথে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে ১৯টি বিওপির সদস্যরা সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান রোধে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে বিজিবির প্রতিটি সদস্যরা গোয়েন্দা তৎপরতা স্থলপথের পাশাপাশি নৌপথেও অব্যাহত রেখেছেন। আটককৃত সকল অবৈধ ভারতীয় পণ্য শুল্ক কার্যালয়ে জমাদান করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net