নেত্রকোণায় ছাদ ধসে তিন শ্রমিক নিহত, আহত দুই

আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০১:২০:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০১:২০:৪৬ অপরাহ্ন
নেত্রকোণা থেকে আব্দুস সালাম
নেত্রকোণায় পুরাতন একটি ভবন ভাঙার সময় ছাদ ধসে তিন শ্রমিক নিহত এবং দুই শ্রমিক গুরুতর আহত হয়েছে।
মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা শহরের নাগড়া এলাকায়
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সেচ কার্যালয়ে। নিহতরা হলেনÑ সদর উপজেলার পলাশহাটি গ্রামের দ্বীপু মিয়া, হলুদআটি গ্রামের হান্নান মিয়া এবং আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া।
এলাকাবাসী, পুলিশ ও প্রত্যদর্শীরা জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সেচ কার্যালয়ে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পুরাতন একটি ভবন ভাঙার কাজ চলছিল। হঠাৎ ভবনের ছাদের একটি বড় অংশ ধসে পড়লে তার নীচে কয়েক জন শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন জনের মরদেহ এবং গুরুতর আহত অবস্থায়  দুইজনকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচা কাজী শাহ্ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ ও দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের লাশ দাপন-কাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করার কথা বলা হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net