মুলধারার সাংবাদিকদের প্রতিরোধ গড়ে তুলতে হবে

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৬:১৫:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৬:১৫:২৮ অপরাহ্ন
ঢাকা রির্পোটার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন বলেছেন, 
ভূয়া ও ভূঁইফোড় সাংবাদিকদের অনৈতিক কর্মকান্ডের কারণে আজকে মুলধারার সাংবাদিকরা হেনস্তার শিকার হচ্ছে। এদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে সাংবাদিকতায় যেমন গুনগত মান তৈরি হবে এবং সমাজ থেকে অপ-সাংবাদিকতা দূর হবে।
শনিবার (১৬ আগষ্ট) সকাল ১১ টায় ডেমরার হাজীনগরের সুলতান ফুড ল্যান্ড রেষ্টুরেন্ট এক সংবর্ধনার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে বৃহত্তর ডেমরা সাংবাদিক ফোরাম,ঢাকা।
আবু সালেহ আকন বলেন, আজকে দেশজুড়ে সাংবাদিকদের নির্যাতন নিপিড়নে একটি চক্র বেপরোয়া হয়ে উঠছে। এদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। তিনি আরও বলেেন,
দলকানা সাংবাদিকতার কারনে আমরা যাদের কে দেবতা মনে করতাম তারা আজ কেউ জেলে নয়তো পালিয়ে বেড়াচ্ছেন।সাংবাদিকতা করতে হলে দেশ ও দেশের মানুষের জন্য করতে হবে, নিজেদের মধ্যে  স্বচ্ছ চিন্তা ভাবনা থাকতে হবে। অপ-সাংবাদিকতা রোধে নিজেদের কে তৈরি করতে হবে।নিদিষ্ট দলের হয়ে কাজ করার ফলে একটি দেশের জাতীয় মসজিদের ইমামকে ও পালিয়ে যেতে হয়েছে। সাংবাদিকদের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় বক্তারা বলেন,সকল ভেদাভেদ ভূলে অপ-সাংবাদিকতা রুখে দিতে হবে।ভূয়া ও ভূঁইফোড় সাংবাদিকদের অনৈতিক কর্মকান্ডের কারণে আজকে মুলধারার সাংবাদিকরা হেনস্তার শিকার হচ্ছে। এদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে সাংবাদিকতায় যেমন গুনগত মান তৈরি হবে এবং সমাজ থেকে অপ-সাংবাদিকতা দূর হবে।নতজনু ও দলকানা সাংবাদিকতা থেকে বেরিয়ে আসতে হবে।সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশেন করতে হবে।সবাইকে আর্দশিক সাংবাদিক হতে হবে নয়তো ভবিষ্যতে ও পালিয়ে যেতে হবে।

দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক ও ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম এর সভাপতি মো: আলম হোসেনের সভাপতিত্বে ও এশিয়া টেলিভিশনের স্টাফ রির্পোটার শহীদুল্লাহ্ গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রির্পোটার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম, বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম হানিফ,যুগান্তর ডেমরা প্রতিনিধি মাহবুব মনি, কাল বেলা ডেমরা প্রতিনিধি নূর আলম,বিজয় টিভি রূপগঞ্জ প্রতিনিধি শরিফ হোসেন লিটন, গাজী টিভি আশিকুর রহমান হান্নান, আমার দেশ ডেমরা প্রতিনিধি মো: হারুনর রশীদ,চ্যানেল আই এর এস এ লিংকন,এটিএন নিউজ হাসান মজুমদার বাবলু,ইন্ডিপেন্ডেন্ট টিভির নাহিদ কামাল,প্রতিদিনের বশির আহমেদ, প্রভাতের মোঃ হাবিব,আমাদের সময়ের মিজানুর রহমান, জনকন্ঠ ডেমরা প্রতিনিধি আসাদুল্লাহ আসাদ,গ্লোবাল টিভির মনিরুল ইসলাম, ডেমরা জোনের সাবেক টিআই বিপ্লব ভৌমিক, সহ বৃহত্তর ডেমরা অঞ্চলে বসবাসরত সাংবাদিকরা।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net