সিনেমা মুক্তির আগেই সমালোচনার মুখে জাহ্নবী

আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৬:৫১:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৬:৫১:২৬ অপরাহ্ন
সম্প্রতি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত আসন্ন রোম্যান্টিক ড্রামা ‘পরম সুন্দরী’র ট্রেলার। ট্রেলারে একদিকে দর্শকদের প্রশংসা মিললেও কেরালের বহু শিল্পী ও দর্শক তীব্র এর সমালোচনা তুলেছেন। অভিযোগ, ছবিতে জাহ্নবী কাপুরের চরিত্রে যেই মালয়ালি মেয়ের চরিত্রে রাখা হয়েছে, তাকে অতিরঞ্জিত ও প্রচণ্ডভাবে স্টেরিওটাইপিক্যালভাবে উপস্থাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার মালয়ালি অভিনেত্রী ও গায়িকা পবিত্রা মেনন নির্মাতাদের বিরুদ্ধে এমনই ক্ষোভ প্রকাশ করেন। গত শুক্রবার ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে একই সুরে সমালোচনা করেন নেটিজেনরা। সেই ভিডিও ছড়িয়ে নেটিজেনরা মন্তব্য করেন, ‘ছবিতে জাহ্নবীর চরিত্রের লম্বা নাম ও সাজসজ্জা একেবারেই অবাস্তব মনে হয়েছে। কেরালার সবার লম্বা নাম হয় না। বরং তাকে চেন্নাইয়ের চরিত্র হিসেবে দেখালে মানাত।’ এছাড়াও ভিডিওর কমেন্ট সেকশনে মালায়ালি নেটিজেনদের একাংশ জাহ্নবীর উচ্চারণ ও অভিনয়ের কড়া সমালোচনা করেন। একজন লিখেছেন, ‘তিনি হিন্দিতে বললেন সব বুঝলাম, কিন্তু একটাও মালায়ালম শব্দ বুঝলাম না। ভুয়া সাউথ ইন্ডিয়ান অ্যাকসেন্ট একেবারেই মানা যায় না।’
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net