কোটালীপাড়ায় সাংবাদিককে মারধরের অভিযোগ

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১১:১৪:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১১:১৪:১৬ পূর্বাহ্ন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) থেকে বিষ্ণু ওঝা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রদল নেতাকে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় দৈনিক বাংলা এবং আমার দেশ পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলকে মারধরের অভিযোগ উঠেছে যুবদল এবং ছাত্রদলের বিরুদ্ধে। গত ১৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমির চত্বরে এই মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার মনিরুজ্জামান শেখ জুয়েল দৈনিক বাংলা ও আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি এবং উপজেলার তারাশী গ্রামের সাত্তার শেখের ছেলে। জানা গেছে, গতকাল শুক্রবার কোটালীপাড়া থানা পুলিশ ৪জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা কর্মীকে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর সময় বেল্লাল শেখ (২১) নামে এক ছাত্রদল নেতা মোবাইলে পুলিশ ও গ্রেফতারকৃত ৪জন আওয়ামী লীগ যুবলীগ নেতা-কর্মীর ভিডিও ধারণ করে। এই ভিডিও ধারণ করার কারণে ছাত্রদল নেতা বেল্লাল শেখকে আটক করে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। এদিকে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল গ্রেফতারকৃত ওই ৪ জন আওয়ামী লীগ যুবলীগ নেতা কর্মীর সাথে ছাত্রদল নেতা বেল্লাল শেখের ছবি বসিয়ে ফেসবুক পোস্ট ও একটি অনলাইন পত্রিকার ‘কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার শিরোনামে প্রচার করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীরা তাকে মারধর করে।মারধরে শিকার আহত সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে নিয়ে ভর্তি করা হয়। ঢাকার সিএমএইচে সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের চিকিৎসা চলে বলে জানিয়েছেন তার ভাই জামাল শেখ। তিনি বলেন, জুয়েল সাংবাদিকতা করার আগে বিমান বাহিনীতে চাকরী করতেন। বর্তমানে সে অবসরে আছে। তাই তার সুচিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, বিষয়টি নিয়ে আমরা সামাজিক ভাবে মিমাংশা করার চেষ্টা করছি। কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলকে মারধরের বিষয়টি আমি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমি তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net