পাইকগাছায় শিবসা নদিতে ধরা পড়ছে ইলিশ

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১১:১৬:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১২:১৯:২০ অপরাহ্ন
পাইকগাছা (খুলনা) থেকে প্রকাশ ঘোষ বিধান পাইকগাছার শিবসা নদিতে জেলেদের জালে ধরা পড়ছে রূপালি ইলিশ। কাক্সিক্ষত ইলিশ ধরা পড়ায় জেলেদের চোখে মুখে হাসির ঝিলিক। তবে, ইলিশের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। বাজারে ইলিশের সরবরাহ পর্যাপ্ত না, আর দর বেশি থাকায় হতাশ সাধারণ ক্রেতারা। ইলিশ মাছ সাধারণত সাগরে বাস করে, তবে প্রজননের জন্য ডিম পাড়ার উদ্দেশ্যে নদীতে বা মিঠা পানিতে আসে। এর প্রধান কারণ হলো, সমুদ্রের লবণাক্ত পানি ইলিশের ডিমের জন্য ক্ষতিকর এবং ডিম থেকে পোনা তৈরি হতে দেয় না। তাই ডিমকে রক্ষা করার জন্য ইলিশ মাছ মিঠা পানিতে আসে। কিছু ক্ষেত্রে, ইলিশ মাছ নদীর আশপাশে থাকা জলজ উদ্ভিদ এবং ছোট মাছ শিকার করার জন্যেও মিঠা পানিতে আসে। জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত উপকূলের নদ-নদীর পানি মিস্টি থাকে। শিবসা ও কপোতাক্ষ নদে মিঠা পানির প্রবাহ সিমিত রয়েছে। তারপরেও এসময় উপকূলের শিবসা ও কপোতাক্ষ নদে প্রচুর পরিমানে ইলিশ মাছ আসে। উপজেলার সোলাদানা ও দেলুটির শিবসা নদীতে জেলেরা জাল পেতে ইলিশ মাছ আহরণ করছে। মাঝে মধ্যে সকাল বেলা পাইকগাছা মাছ কাটায় ইলিশ মাছ ডাকে বিক্রি হয়। এক কেজি ওজনের মাছ তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। নদী পাড়েও গড়ে উঠেছে ইলিশ বিক্রির অস্থায়ী বাজার। নদী থেকে জালে উঠা তাজা নদীর পাড়ে বিক্রি হচ্ছে। বাংলাদেশের ইলিশ মাছের প্রজনন মৌসুম সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর মাসে হয়ে থাকে। এই সময়ে নদীতে স্রোত ও পানির গুণাগুণ ডিম ছাড়ার জন্য উপযুক্ত থাকে। এ সময় ইলিশের প্রধান প্রজননকাল। মাছগুলো ডিম ছাড়ে উপকূলবর্তী এলাকায়। পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, সাধারণত আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে শিবসা ও কপোতাক্ষ নদে মিঠা পানির প্রবাহ থাকে। এসময় সোলাদানা ও দেলুটি শিবসা নদীতে ইলিশ মাছ আসে। ইলিশ মাছের ডিম সমুদ্রের লবণাক্ত পানিতে বাঁচতে পারে না, তাই ডিম পাড়ার জন্য নদীর মিঠা পানি তাদের জন্য উপযুক্ত। ইলিশ মাছ সাধারণত নদীর মোহনা থেকে উজানের দিকে আসে ডিম পাড়ার জন্য। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর, সেই বাচ্চারা (জাটকা) সাগরে ফিরে যায়।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net