নোয়াখালীতে ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১১:১৯:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১১:১৯:১০ পূর্বাহ্ন
নোয়াখালী থেকে মো. ফখর উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে এক ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্প। গত ১৬ আগস্ট দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মো. ইয়াসিন হোসেন (২৫)। তিনি সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের মৃত ইউসুফের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াসিন নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দেখাতেন। তিনি আরিফ হোসেন (২১) নামে এক শিক্ষার্থীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সহকারী কাস্টম পদে নিয়োগের কথা বলে ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। এ সময় মোবাইলে র‌্যাবের পোশাক পরিহিত নিজের ছবি প্রদর্শন করে প্রতারণা করেন। পরবর্তীতে দুই ধাপে আরিফের খালাতো ভাই মিরাজের কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ আগস্ট রাত পৌনে ১১টার দিকে উপজেলার চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার এলাকা থেকে ইয়াসিনকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে নগদ ১ লক্ষ ১২ হাজার ৪শত টাকা, ভুয়া আইডি কার্ড এবং জালিয়াতির বিভিন্ন ভুয়া সার্টিফিকেট জব্দ করা হয়। র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতারকৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net