কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৫৬ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১১:২৭:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১১:২৭:৪১ পূর্বাহ্ন
কুমিল্লা থেকে মো. রজ্জব আলী কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার ১০৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৬টি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোনো প্রধান শিক্ষক। এসব বিদ্যালয়গুলো দীর্ঘদিন যাবৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে। এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষকরা। এছাড়া উপজেলার বেশ কিছুসংখ্যক সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। এমন পরিস্থিতিতে এসব বিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ব্যাহত হচ্ছে পাঠদান। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫৬টি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই নেই প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের সংকটের পাশাপাশি ২১টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এ বিষয়ে অভিভাবকরা জানান, শিক্ষার প্রথম ধাপ প্রাথমিক বিদ্যালয়। এখান থেকেই একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু শিক্ষার ভিত্তিপ্রস্তর এ প্রাথমিক বিদ্যালয়ে যদি পাঠ দানে ঘাটতি থাকে তাহলে শিশুদের ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে? শিশুরা যে নড়বড়ে হবে তা বলার অপেক্ষা রাখে না। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শূন্যপদগুলোতে দ্রুত নিয়োগ দিয়ে সংকট নিরসনের দাবি জানান তারা। এ ব্যাপারে নাম না প্রকাশ করার শর্তে বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, শিক্ষার্থীরা শিক্ষাজীবন শুরুর সময় একজন শিক্ষকের ওপরই পুরোপুরি নির্ভরশীল। প্রধান শিক্ষক না থাকার কারণে সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের প্রশাসনিক কাজে বাড়তি সময় দিতে হচ্ছে। এতে স্বাভাবিকভাবে শিশুদের মধ্যে পাঠদান বিঘ্নিত হচ্ছে। প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা এক সহকারী শিক্ষক বলেন, প্রশাসনিক কাজ ও শিশু শিক্ষার্থীদের মধ্যে পাঠদান একই সঙ্গে অসম্ভব। দায়িত্ব হিসাবে এখানে দুটিই গুরুত্বপূর্ণ। তাই একদিকে গেলে অন্যদিক ব্যাহত হচ্ছে। তবে শূন্য পদগুলো পূরণ হয়ে গেলে এ সমস্যার সমাধান হবে। ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বলেন, এ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ৫৬টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এছাড়াও সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ২১টি। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা বিদ্যালয়গুলোতে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। তিনি আরও বলেন, এসব সংকট নিরসনের লক্ষ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। আশা করছি, এ সংকট অল্প সময়ের মধ্যে নিরসন হবে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, আমি বিষয়টি শুনেছি যত দ্রুত সম্ভব এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net