গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১০:৫৭:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১০:৫৭:৫৫ অপরাহ্ন
জয়দেবপুর (গাজীপুর) থেকে ওবাইদুল ইসলাম
গাজীপুর সদর উপজেলায় বিএনপি’র এক নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে ডাকাত দল।
গত ২৬ আগস্ট দিবাগত রাত পৌনে তিন টায় গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য তোফাজ্জল শেখ এর বাড়িতে ডাকাতির এই ঘটনা ঘটে।
তোফাজ্জল শেখ বলেন, মঙ্গলবার রাতে হঠাৎ বাড়ির গেটে শব্দ শুনে বের হই। এমতাবস্থায় দেখি আমার গেটের তালা ভাঙা, কাছে যেতেই ৫থেকে ৬ জন লোক আমার হাত, পা, চোখ বেঁধে ফেলে এবং আমার পরিবারের অন্যান্য সদস্যদের জিম্মি করে। ডাকাত দলের সদস্যরা আমার ছোট্ট নাতনির গলায় ছুরি ধরে বলে কেউ কোন শব্দ করলে জানে মেরে ফেলার হুমকি দেয়। আমরা ভয়ে আতঙ্কিত হয়ে যায় কারণ ওরা ১০ থেকে ১২ জন ছিল। এসময় তারা ঘরে থাকা নগদ প্রায় ১ লাখ টাকা, ১৪ ভরি স্বর্ণলংকার ও পাঁচটি মোবাইল ফোনসহ আনুমানিক ২৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, ভুক্তভোগী তোফাজ্জল শেখের বাড়িতে ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net