টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৮:২২:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৮:২২:১০ অপরাহ্ন
কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডেই বিদায়ঘণ্টা বেজে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। চতুর্থ বিভাগের দল গ্রিমসবি টাউনের সঙ্গে নির্ধারিত সময়ে ২-২ সমতায় থাকার পর টাইব্রেকারে ১১-১২ ব্যবধানে হেরেছে রুবেন আমোরিমের দল। ঘরের মাঠে শুরু থেকেই ইউনাইটেডের চোখে চোখ রেখে খেলে গ্রিমসবি। এর ফলও পেয়ে যায় হাতেনাতে। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় দলটি। ২২ মিনিটে চার্লস ভেরনাম এবং ৩০ মিনিটে টাইরেল ওয়ারেনের গোলে লিড পেয়ে যায় গ্রিমসবি। ম্যাচের বড় একটা সময় পিছিয়ে থাকলেও শেষ দিকে হঠাৎ ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় রেড ডেভিলরা। ৭৫ মিনিটে কোবি মাইনুর অ্যাসিস্টে গোল করে ইউনাইটেডকে প্রথম লাইফলাইন দেন ব্রায়ান এমবুয়েমো। চলতি ট্রান্সফার উইন্ডোতে ওল্ড ট্রাফোর্ডে আসা এই ফরোয়ার্ডের ক্লাবের জার্সিতে এটাই প্রথম গোল। নির্ধারিত সময়ের একেবারে শেষের দিকে আমোরিমের দলকে সমতায় ফেরান হ্যারি মাগুয়ের। এতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। দীর্ঘ টাইব্রেকারে ইউনাইটেডের শেষ শটটি মিস করে বসেন এমবুয়েমো। অন্যদিকে চাপের মাথায় একের পর এক শটে জাল কাঁপিয়ে রূপকথার গল্প লিখে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছে ‘পুঁচকে’ গ্রিমসবি। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগেও ইউনাইটেডের শুরুটা ভালো হয়নি। আর্সেনালের কাছে ০-১ গোলে হার দিয়ে মৌসুম শুরুর পর ফুলহ্যামের সঙ্গে ১-১ ড্র করেছে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net