শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০৭:০৫:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০৭:০৫:৪০ অপরাহ্ন
শ্রীপুর (গাজীপুর) থেকে মো. উজ্জল মিয়া
গাজীপুরের শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলা অডিটরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখা এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের আয়োজনে এ সভায় সঞ্চালকের দায়িত্বে ছিলেন শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক আরেফিন বাদল এবং শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মহাম্মদ আব্দুল বারিক পিপিএম।
সভায় শ্রীপুরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, পরিবেশ রক্ষায় বিদ্যালয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো প্রয়োজন। বিশেষ করে প্লাস্টিক ব্যবহার কমানো, গাছ লাগানো এবং বর্জ্য আলাদা করার উদ্যোগ নিতে হবে, এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন এমএন্ডজে গ্রুপ।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net