
বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাসে প্রায় চার ঘণ্টা অবরোধ করে রাখার পর রাজধানীর কুড়িলে সড়ক ছাড়েন ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের শ্রমিকরা। গতকাল বুধবার বিকাল পৌনে চারটার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে ওই সড়কে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। এর আগে বেলা ১২টার দিকে ইউরোজোন ফ্যাশনসের প্রায় হাজার খানেক শ্রমিক কুড়িল এলাকায় সড়ক অবরোধ করেন। তারা অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে সড়কের উভয় লেন বন্ধ করে দেন। এর ফলে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলমুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীসহ সাধারণ মানুষ। গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, দুপুরে শ্রমিকদের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে বৈঠক করে। সেখানে সরকারের মধ্যস্থতায় মালিকপক্ষ থেকে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়া হয়। জিয়াউর রহমান বলেন, আশ্বাস পাওয়ার পর বিকাল পৌনে চারটার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের অপেক্ষায় ছিলেন। কিন্তু কর্তৃপক্ষ সময়মতো সেটি না দেওয়ায় বাধ্য হয়ে সড়ক অবরোধে নামতে হয়েছে। সরকার ও মালিকপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করা হলে তারা আবারও কঠোর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।