গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ১২:০৪:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ১২:০৪:২৭ পূর্বাহ্ন
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১৩-এর একটি আভিযানিক দল। এ সময় তিন জনকে আটক করা হয়। গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সিটিসি র‌্যাব-১৩-এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি দল গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১নং কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করে। আটকরা হলেন- উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার বড়াই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)। র‌্যাব জানায়, উদ্ধারকৃত মূর্তিটি দিনাজপুর কাহারোল প্রত্নতাত্ত্বিক অধিদফতরে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এতে এটি আসল কষ্টিপাথরের তৈরি বলে ধারণা পাওয়া গেছে। মূর্তিটির আনুমানিক ওজন ৩৭ কেজি এবং মূল্য কোটি টাকারও বেশি। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, মূর্তিটি দেখতে কষ্টিপাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পরই প্রকৃত গুণাগুণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net