ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে ২০ জন আহত

আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৭:৩৪:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৭:৩৪:১৮ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌরসদরে একটি পাগলা ঘোড়ার কামড়ে গত ২ দিনে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন  আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে  উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় পুনরায় এমন একটি ঘটনা ঘটে। এ পর্যন্ত আহতদের মধ্যে রয়েছেন কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬), এবং আলেয়া বেগম (৩৪) প্রমুখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়াটি যাকে সামনে পাচ্ছে, তাকেই কামড়াচ্ছে এবং লাথি মারছে। স্থানীয়দের ধারণা, কোনো পাগলা কুকুর কামড়ানোর কারণে ঘোড়াটি এমন অস্বাভাবিক আচরণ করছে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মোর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের ব্যথানাশক ঔষধ এবং টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে। তিনি বলেন, আহতদের বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে ঘোড়াটিকে কোনো জলাতঙ্ক আক্রান্ত কুকুর কামড় দিয়েছে, যার কারণে এটি এমন আচরণ করছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net