নেপালের সাথে ড্র করতে পেরে খুশি ক্যাবরেরা

আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৯:০১:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৯:০১:৫০ অপরাহ্ন
বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা ছিলেন না। ছিলেন না আলোচিত দুই নাম হামজা চৌধুরী ও শামিত সোম। ফাহামিদুল ইসলাম, শেখ মোরসালিনরা খেলছেন অনূর্ধ্ব-২৩ দলে ভিয়েতনাম সফরে। ফলে অনেকটাই খর্বশক্তির দল নিয়ে নেপালের বিপক্ষে মাঠে নামতে হয় বাংলাদেশকে। তবে দুই দলের লড়াইটা হয়েছে সমানে সমান। লক্ষ্যে শটও ছিল সমান। শেষ পর্যন্ত সমানে সমানে টক্করে জিততে পারেনি কোনো দলই। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ড্র করেও বেশ তৃপ্ত বাংলাদেশের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তারা (নেপাল) আমাদের চেয়ে ভালো শুরু করলেও পরবর্তীতে আমরা খেলার নিয়ন্ত্রণ নেই। এটা খুবই খুবই সমতাপূর্ণ ও বেশ টাইট ম্যাচ হয়েছে।’ মূলত আগামী মাসে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য নেপালের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি সিরিজ খেলছে বাংলাদেশ। এ প্রসঙ্গে ক্যাবরেরা বলেন, ‘আমাদের এই দলটিও ভালো এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। হামজা, সামিত এবং অন্যদের নিয়ে আমাদের দলটি পূর্ণাঙ্গ হলে আমরা যে কারো বিপক্ষে শক্তিশালী এবং লড়তে সক্ষম থাকব। হামজা, সামিতসহ অন্যরা আসলে আমরা হংকংয়ের বিপক্ষেও ভালো অবস্থানে থাকব।’
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net