মনিরামপুর সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৯:১৭:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৯:১৭:৫৫ অপরাহ্ন
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুর উপজেলায় সাহিত্য ও সাংস্কৃতির বিভিন্ন শাখার শিল্পীদের অংশগ্রহণে  সেপ্টেম্বর ২০২৫ সকাল ৯ টায়, মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে  মনিরামপুর সাংস্কৃতিক সংসদের আয়োজনে জমকালো শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমানের উপস্থাপনায় ও মনিরামপুর সাংস্কৃতিক সংসদের সভাপতি আবু সালেহ মো. উবায়দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশির দশকের কবি ও গীতিকার-সুরকার, বিশিষ্ট আইনঅজ্ঞ যশোর সংস্কৃতিকেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট গাজী  এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সংস্কৃতিকেন্দ্রের সদস্য সচিব অধ্যাপক আবুল হাশিম রেজা, সংগঠনের প্রধান উপদেষ্টা ও মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক, স্বদেশীয় সাংস্কৃতিক  সংসদের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক শহীদ সালিম, উপদেষ্টা মাওলানা মহিউল ইসলাম, গাজী মুকিতুল হক, খুলনা বেতারের নাট্যকর মনসুর আযাদ, গীতিকার আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু জাফর ওবায়দুল্লাহ, মামুন আর রশিদ খান।
শিল্পী সমাবেশে বিশেষ আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য সুরকার ও গীতিকার মাহফুজ মামুন। শিল্পী সমাবেশে অংশগ্রহণ ও সংগীত পরিবেশন করেন মনিরামপুর সাংস্কৃতিক সংসদ, তারার মেলা শিল্পীগোষ্ঠী যশোর, সাইক্লোন শিল্পীগোষ্ঠী, প্রতিফলন শিল্পীগোষ্ঠী, নব দিগন্ত শিল্পীগোষ্ঠী, সুরের মোহনা শিল্পীগোষ্ঠী, কিশোর মেলা শিল্পীগোষ্ঠী ও বিভিন্ন আগত শিল্পীবৃন্দ সঙ্গীত ও অভিনয় পরিবেশন করেন। 
প্রোগ্রামের শেষ অধিবেশনে সকল অতিথি ও শিল্পী বৃন্দের অংশগ্রহণে সীরাতুন্নবী স. উপলক্ষে মহাসড়কে  এক বর্ণাঢ্য র‌্যালি  প্রদর্শিত হয়।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net