১১ মামলায় আত্মসমর্পণের পর কারাগারে যুবদল নেতা ইসহাক

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০২:৪০:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০২:৪০:৩৭ অপরাহ্ন
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার ১১ মামলায় আত্মসমর্পণের পর যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই মামলাগুলোতে সাজাপ্রাপ্ত আসামি তিনি। গতকাল রোববার ঢাকার মহানগর দায়রা জজের একাধিক আদালতে ৬ মামলায় ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একাধিক আদালতে ৫ মামলায় আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারকেরা এসব মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে ইসহাককে কারাগারে পাঠানোর আদেশ দেন। ইসহাকের আইনজীবী মো. মামুন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইসহাক সরকারের বিরুদ্ধে বিগত সরকার আমলে মোট ৩৬৫টি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে ১১টি সাজাপ্রাপ্ত হন তিনি। এর মধ্যে ৬ মামলায় মহানগর দায়রা জজশিপের একাধিক আদালত তাকে ২২ বছর ৬ মাস কারাদণ্ড দেন। দায়রা আদালতের ৬টি মামলা ও সিএমএম আদালতের আরও ৫টি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়। বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net