কাজলের সড়ক দুর্ঘটনায় আহত হওয়া নিয়ে যা জানা গেল

আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৭:৩৯:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৭:৩৯:৫২ অপরাহ্ন
দক্ষিণী চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল না কাজল আগারওয়াল। দুদশকেরও বেশি সময় ধরে তিনি রুপালি পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে জায়গা করে নিয়েছেন বহু ভক্তের হৃদয়। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউডে, জায়গা বদলালেও তার অভিনয়ের মাধুর্য এখনো রয়েছে অটুট। তবে গুঞ্জন রয়েছে, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম সূত্রে এ বিষয়ে জানা যায়, সম্প্রতি একটি গুজব ছড়িয়ে পড়ে, কাজল নাকি একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। খবরটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে, এবং মুহূর্তেই তার অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। প্রার্থনা, উদ্বেগ এবং ভালোবাসার বার্তায় ভরে যায় কমেন্ট সেকশন। এমনকী কিছু সংবাদমাধ্যমও এই খবরকে যাচাই না করেই প্রচার করতে শুরু করে। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম তার সঙ্গে যোগাযোগ করলে, তিনি জানান, ‘আমি এখন ব্যস্ত, পরে যোগাযোগ করব।’ এই সংক্ষিপ্ত অথচ স্পষ্ট বার্তার মাধ্যমে অভিনেত্রী জানিয়ে দেন, তিনি সুস্থ, নিরাপদে রয়েছেন। এবং গুজবটি সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে তার ইনস্টাগ্রাম স্টোরিতে সদ্য শেয়ার করা প্রোমোশনাল পোস্টও এই কথার প্রমাণ। এমনকী জানা গেছে, তিনি সম্প্রতি মালদ্বীপে স্বামী গৌতম কিচলুর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন। উল্লেখ্য, ২০০৪ সালে ‘কিউ হো গায়া না’ ছবির হাত ধরে প্রথম বলিউডে যাত্রা শুরু করেন কাজল। এর পর ‘থুপাক্কি’-তে তার অ্যাকশন-রোম্যান্স, ‘কোমালি’তে কমেডির ছোঁয়া, ‘হে সিনামিকা’-তে কাজল নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন। এদিকে সামনে কাজল অভিনীত ‘দ্য ইন্ডিয়ান স্টোরি’, ‘ইন্ডিয়ান ৩’, এবং ‘রামায়ণ: দ্য ইন্ট্রোডাকশন সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net