
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সুশাসন নিশ্চিত হলে রাষ্ট্র পরিচালনায় এবং সরকারি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ে। সুশাসনের ঘাটতির কারণে মানুষ অধিকার বঞ্চিত হয় এবং দুর্নীতি বাড়ে।
বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিভাগীয় প্রশাসন চট্টগ্রামের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি আয়োজিত ‘টেক্সই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। কর্মশালায় বিভাগীয় পর্যায়ের ৪৫টি সরকারি দপ্তরের দপ্তরপ্রধান ও বেসরকারি পর্যায়ের ১০টি প্রতিষ্ঠানের প্রধান ও কর্মকর্তারা অংশ নেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, এসডিজি বাস্তবায়ন করতে হলে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে হবে। বিশেষ করে দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার জন্য প্রত্যেক সরকারি-বেসরকারি অফিসে সুশাসন নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে কমিশনার (রুটিন দায়িত্ব) মোহাম্মদ নুরুল্লাহ-নূরী বলেন, নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করাই হচ্ছে দেশপ্রেম। তিনি সবাইকে নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান। দপ্তরগুলোর প্রতি জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কর্মপরিকল্পনা তৈরির আহ্বান জানান তিনি।
সনাক-টিআইবি চট্টগ্রাম’র সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদারের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সনাক’র সাবেক সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী। আলোচনায় অংশ নেন আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান, দুদকের বিভাগীয় পরিচালক মোহা. আবুল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী, ব্যুরো বাংলাদেশের বিভাগীয় ব্যবস্থাপক মো. আবদুস ছালাম, ঘাসফুল’র উপ-পরিচালক সাদিয়া রহমান, ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া এবং টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের সমন্বয়কারী কাজী শফিকুর রহমান প্রমুখ।
বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিভাগীয় প্রশাসন চট্টগ্রামের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি আয়োজিত ‘টেক্সই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। কর্মশালায় বিভাগীয় পর্যায়ের ৪৫টি সরকারি দপ্তরের দপ্তরপ্রধান ও বেসরকারি পর্যায়ের ১০টি প্রতিষ্ঠানের প্রধান ও কর্মকর্তারা অংশ নেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, এসডিজি বাস্তবায়ন করতে হলে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে হবে। বিশেষ করে দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার জন্য প্রত্যেক সরকারি-বেসরকারি অফিসে সুশাসন নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে কমিশনার (রুটিন দায়িত্ব) মোহাম্মদ নুরুল্লাহ-নূরী বলেন, নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করাই হচ্ছে দেশপ্রেম। তিনি সবাইকে নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান। দপ্তরগুলোর প্রতি জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কর্মপরিকল্পনা তৈরির আহ্বান জানান তিনি।
সনাক-টিআইবি চট্টগ্রাম’র সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদারের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সনাক’র সাবেক সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী। আলোচনায় অংশ নেন আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান, দুদকের বিভাগীয় পরিচালক মোহা. আবুল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী, ব্যুরো বাংলাদেশের বিভাগীয় ব্যবস্থাপক মো. আবদুস ছালাম, ঘাসফুল’র উপ-পরিচালক সাদিয়া রহমান, ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া এবং টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের সমন্বয়কারী কাজী শফিকুর রহমান প্রমুখ।