যে কারণে রেকর্ড দামে ব্রেভিসকে দলে নিলেন গাঙ্গুলি

আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৭:১৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৭:১৮:৩৪ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ এর চতুর্থ আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে টুর্নামেন্টটির নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে রেকর্ড দামে ডেওয়াল্ড ব্রেভিসকে দলে ভিড়িয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। ব্রেভিসকে নিয়ে প্রথমে লড়াই করে জোবার্গ সুপার কিংস ও পার্ল রয়্যালস। প্রিটোরিয়া ক্যাপিটালস সেই লড়াইয়ে যোগ দেওয়ার আগেই দাম ছাড়িয়ে যায় ১ কোটি র‌্যান্ড। তিন দলের লড়াই শেষে ১ কোটি ৬৫ লাখ র‌্যান্ডে (প্রায় সাড়ে এগারো কোটি টাকা) তাকে দলে নেয় প্রিটোরিয়া। প্রিটোরিয়ার হয়ে নিলামে ছিলেন দলটির প্রধান কোচ সৌরভ গাঙ্গুলি। ব্রেভিসকে চড়া দামে দলে ভেড়ানোর ব্যাখ্যা দিয়েছেন তিনি। সৌরভ বলেন, ‘আমি কখনোই পারফরম্যান্সকে অর্থের সঙ্গে যুক্ত করি না। ১ কোটি ৬৫ লাখ র‌্যান্ড এক পাশে সরিয়ে রাখলেও, আমার বিশ্বাস, দুর্দান্ত এক প্রতিভা সে। স্পিন খুব ভালো খেলে সে, যা খুব গুরুত্বপূর্ণ। সবকিছু বিবেচনা করেই তাকে এই দামে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আশা করি, সে ভালো করবে। অসাধারণ এক প্রতিভা সে। গত দেড় বছরে তার খেলার অনেক উন্নতি হয়েছে, যেমনটি আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখেছি। ওই সফরে, সে দেখিয়েছে যে, একজন ‘গেম-চেঞ্জার’ সে। আর টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই দরকার। আমাদের রাসেল, রাদারফোর্ড আছে, যারা সত্যিই ভালো কিছু করতে পারে এবং আশা করি, ব্রেভিসও একই কাজ করবে।’
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net