৭২-এর সংবিধান ছুড়ে ফেলে দেয়ার কথা সম্পূর্ণ অবাস্তব- ড. রেদোয়ান আহমেদ

আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৭:৪৪:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৭:৪৪:০১ অপরাহ্ন
চান্দিনা (কুমিল্লা) থেকে ওসমান গনি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা জামায়াতে ইসলামীর সঙ্গে মিলে দাবি করছে জুলাই সনদের ওপর নির্বাচন হতে হবে। ৭২-এর সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে। এ জাতীয় কথা সম্পূর্ণ অবাস্তব। কারণ জুলাই সনদ সংবিধান থেকে বড় নয়। গত ৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর ইসহাকিয়া দাখিল মাদরাসার মাঠে বাতাঘাসী ইউনিয়ন এলডিপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ড. রেদোয়ান বলেন, ‘তারা বলছে আওয়ামী লীগের সংবিধান বাতিল করে দিতে হবে। এই সংবিধান আওয়ামী লীগের নয়, এই সংবিধান মুক্তিযুদ্ধের সংবিধান। আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছি। সাম্য, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদা এই তিনটি বিষয়ের ওপর ৭২-এর সংবিধান রচনা করা হয়। সুতরাং সংবিধান মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’ সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘আন্দোলনের আগে ছাত্ররা কোনো সংস্কারের কথা বলেনি।
কিন্তু বিএনপি ২০২২ সাল থেকে তাদের ৩১ দফা দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে এ দেশে সংস্কারের কথা তাদের ম্যানুফেস্টুতে বলেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন সব রাজনৈতিক দল নিয়ে এবং যারা যুগপৎ আন্দোলন-সংগ্রামে ছিল তাদেরকে নিয়ে একটি সরকার গঠন করবেন। সরকার গঠিত হলে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার প্রতিটি প্রস্তাব বাস্তবায়িত হবে।’ এলডিপির মহাসচিব আরো বলেন, ‘শেখ হাসিনার ফাঁসি কার্যকর হতে ২০ বছর লাগবে। এতদিন বাঁচে কি না সন্দেহ।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net