শরীয়তপুর জেলা পরিষদের অভ্যন্তরীণ পুকুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত

আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৭:৫৪:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৭:৫৪:৩৫ অপরাহ্ন
শরীয়তপুর থেকে নুরুজ্জামান শেখ
শরীয়তপুর জেলা পরিষদের অভ্যন্তরীণ পুকুরে দেশীয় প্রজাতির রুই-কাতলা সাড়ে সাত হাজার পোনা মাছ অবমুক্ত করা হয়। ১০ সেপ্টেম্বর সকাল ১১টার সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নজরুল ইসলাম এর নির্দেশনায়  শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন এবং জেলার  মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম,  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাতেমা তুজ্জহুরা কর্মকর্তা গনের  উপস্থিতিতে  ২০২৫-২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং  শামুক সংরক্ষণ  ও উন্নয়ন প্রকল্প-এর আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়।শরীয়তপুর জেলা পরিষদের সুযোগ্য সিও  মো. নজরুল ইসলাম দেশীয় প্রজাতির রুই কাতলার পোনা মাছ পুকরে অবমুক্ত করে গণমাধ্যমকে বলেন,আমাদের জেলা পরিষদের ভিতর অফিস ক্যাম্পাসের সামনে ২.৫ এক আয়তনের বড় একটি পুকুর রয়েছে। এই পুকুরে সাড়ে সাত হাজার রুই কাতলার পোনা মাছ অবমুক্ত  করলাম।কারন আমরা মাছে  ভাতে বাঙালি। দেশীয় প্রজাতির রুই কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ  আমাদের আমিষের চাহিদা মিটিয়ে থাকে।আমাদের দেশের অনেকেরই বাড়িতে বা বাড়ির আঙিনায় পুকুর ডোবা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।আমরা জেলা পরিষদের পুকুরে পোনা মাছ ছেড়ে বুঝাতে চেয়েছি আমরা যার যার অবস্থান থেকে একটু সচেতন হয়ে জেলা, উপজেলার মৎস্য কর্মকর্তাদের সুপরামর্শ নিয়ে পুকুর ডোবায় দেশীয় প্রজাতির  রুই কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আমাদের আমিষের  চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net