আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে লংকানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা

আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৭:৫০:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৭:৫০:৪৬ অপরাহ্ন
হংকংকে হারিয়ে গত বৃহস্পতিবার এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। আজ শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে টাইগাররা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট ম্যাচে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে। ২০১৮ সালের নিদাহাস ট্রফির পর থেকে দুই দলের লড়াইটা বেশ জমছে। এশিয়া কাপে একই গ্রুপে থাকায় বাংলাদেশ-শ্রীলংকার মাঝে আরও একটা রোমাঞ্চকর ম্যাচের প্রত্যাশা করছেন দর্শকরা। বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী। ব্যাটিং অর্ডারে বড় রান এবং বোলিং আক্রমণে ধার বাড়িয়ে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানানোর পরিকল্পনা করছে টাইগাররা। অন্যদিকে শ্রীলঙ্কা ভরসা রাখবে তাদের অভিজ্ঞ ব্যাটসম্যান ও শক্তিশালী স্পিন আক্রমণের ওপর। টাইগার টপ অর্ডারের বিপক্ষে লঙ্কান বোলারদের কৌশলই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। দুই দলের মুখোমুখি এই ম্যাচ তাই শুধুই গ্রুপ পর্বের পয়েন্টের লড়াই নয়-বরং মানসিক শ্রেষ্ঠত্ব ও গৌরবের লড়াইও বটে। শ্রীলংকা ম্যাচ নিয়ে টাইগার পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন, লঙ্কানদের বিপক্ষে দ্বৈরথ নিয়ে ভাবছেন না তিনি। বাংলাদেশের কাছে ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ দাবি করে সাকিব বলেন, ‘দ্বৈরথ আসলে থাকবেই। একটা টুর্নামেন্টে আপনি যে দলের বিপক্ষেই খেলেন না কেন জেতাটা মূখ্য বিষয়। এটা হোক শ্রীলঙ্কা, আফগানিস্তান, হোক ভারত-পাকিস্তান। সুতরাং আমরা মাঠে জেতার জন্যই মাঠে নামব। দ্বৈরথ-আমার কাছে এগুলো কোনো কিছু মুখ্য বিষয় না। ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ।’ শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সময়ে খেলার অভিজ্ঞতা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস সাকিবের, ‘এশিয়া কাপের আগে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রচুর ম্যাচ খেলেছি। আমরা তো পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলেছি- টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ছিল। আমরা তাদের সব খেলোয়াড়কেই ভালো জানি। আমরা ঠিকঠাক পরিকল্পনা করব। অবশ্যই, তাদের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে এবং আমরা তাদের আটকানোর চেষ্টা করব।’ এশিয়া কাপ শুরুর আগেই বাংলাদেশ জানিয়েছিল রান রেট নয় জয়ই তাদের কাছে মুখ্য। সাকিব বলেন, ‘আমাদের অ্যাপ্রোচ একবারে সোজাসাপ্টা, আমার জেতার জন্যই মাঠে যাব। শ্রীলঙ্কার সাথে আমরা সিরিজ জিতেছি, এটা আমাদের আত্মবিশ্বাস দেবে। আমার জেতার জন্যই মাঠে নামব। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব, ইনশাআল্লাহ। ম্যাচটি আজ রাত ৮.৩০ মিনিটে দুবাইয়ের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net