অর্ধশত উইকেটের ক্লাবে পা রাখলেন রিশাদ

আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৭:৫২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৭:৫২:০৩ অপরাহ্ন
বাংলাদেশের ষষ্ঠ বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকার ক্লাবে নাম লিখিয়েছেন স্পিনার রিশাদ হোসেন। গত বৃহস্পতিবার আবু ধাবিতে এশিয়া কাপের ১৭তম আসরে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট পূর্ণ করেন রিশাদ। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে নামার আগে টি-টোয়েন্টিতে রিশাদের বোলিং পরিসংখ্যান ছিল- ৪৩ ম্যাচে ৪৮ উইকেট। হংকংয়ের বিপক্ষে ৪ ওভারে ৩১ রানে ২ উইকেট শিকার টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মালিক হন ২০২৩ সালে অভিষেক হওয়া রিশাদ। ইতোমধ্যে বাংলাদেশের হয়ে পাঁচজন বোলার টি-টোয়েন্টিতে ৫০ বা ততোধিক উইকেট শিকার করেছেন। ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ শিকারি স্পিনার সাকিব আল হাসান। ১১৪ ম্যাচে ১৩৯ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। তালিকার তৃতীয় স্থানে আছেন পেসার তাসকিন আহমেদ। ৭৯ ম্যাচে ৯৬ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও পেসার শরিফুল ইসলাম ৫২ ম্যাচে ৫৮ এবং স্পিনার মাহেদি হাসান ৬৪ ম্যাচে ৫৭ উইকেট শিকার করেছেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net