অনলাইনে আয়কর রিটার্ন জমার সফটওয়্যার উদ্বোধন

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৭:০৩:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৭:০৩:৩৩ অপরাহ্ন
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান অনুষ্ঠানে বলেন, ‘নতুন সফটওয়্যারের মাধ্যমে করদাতাদের দৌড়াদৌড়ি কমে আসবে। ঘরে বসেই সহজে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।’ তিনি জানান, আগামী বছর থেকে করপোরেট কর রিটার্ন অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করা হবে। সিস্টেম থেকেই স্বয়ংক্রিয়ভাবে হিসাব বের হবে, ফলে তথ্যভ্রান্তির সুযোগ থাকবে না। একইসঙ্গে অডিট বা নিরীক্ষা প্রক্রিয়াও সফটওয়্যার-ভিত্তিকভাবে সম্পন্ন হবে। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কর আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আপনারা সরকারকে অন্ধকারে রাখবেন না। সেবা ভালোভাবে দিয়ে সম্মানী নিলে সমস্যা নেই, কিন্তু সেবাগ্রহীতাদের ঘোরানো যাবে না। এতে হয়রানি বাড়ে। ভালো সেবা পেলে কেউ মূল্য দিতে কুণ্ঠাবোধ করে না। অনলাইনে রিটার্ন জমার এ ধরনের উদ্যোগ আদায়কারী ও করদাতা-উভয়ের জন্যই সুবিধাজনক।’ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কর আইনজীবীরা অংশ নেন। তারা রিটার্ন জমার ক্ষেত্রে ওকালতনামা বাধ্যতামূলক করার দাবি জানান।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net