খিলগাঁওয়ে মামলা তুলে নিতে বাদীকে হুমকি

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৭:১২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৭:১২:০৩ অপরাহ্ন
রাজধানীর খিলগাঁও থানায় শামীমা তানজীন-এর দায়ের করা মামলাটি তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করছে আসামিরা। গত ১০ জুন ২৫ আদালতে শামীমা তানজীন বাদী হয়ে ৫ জন আসামির নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। খিলগাঁও থানার মামলা নং-২২। মামলার বাদী শামীমা তানজীন জানান, মামুন, হারুন অর রশিদ, ইসাহাক, জাকিয়া ও রাবেয়া বেগমকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।
মমলা হওয়ার পর আসামি মামলার খবর জানতে পেরে আদালত থেকে সবাই জামিন নেন। বাদী আরো জানান, প্রতি নিয়ত মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। গত ১ মে রাত ৯টার দিকে আসামিরা সংঘবদ্ধ হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তাকে মারধর করে এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। উল্লেখিত আসামিরা ছাড়া ও আদালত আরো ৮/১০ জন এ ঘটনার সাথে জড়িত ছিলেন। ঘটনাটি ঘটে ১ মে/২৫ খিলগাঁও থানাধীন ৬১/১ পূর্ব গোড়ান নুরবাগস্থ বাদীর বাসায়। ঘটনার সাথে জড়িত আসামিরা ভয়ঙ্কর প্রকৃতির। তারা যেকোন সময় তার ও পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে। তিনি সব সময় নিরাপত্তাহীনতায় ভুগছেন। শামীমা তানজীন আরো জানান, আসামি ইতিমধ্যে বার বার মামলা তুলে নেয়ার জন্য চাপ দিয়ে আসছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের সহযোগিতা চাইতেছেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net