ওরিয়েন্টেশনে চমক দেখালো ডিএমআরসি

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৮:৪৪:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৮:৪৪:৪১ অপরাহ্ন
লাল গোলাপ আর রজনী গন্ধা ফুল দিয়ে ওরিয়েন্টেশনে অংশ নেয়া শিক্ষার্থীদের বরণ করে চমক দেখিয়েছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। এদিন লাল গোলাপ উপহার দিয়ে তাদের স্বাগত জানানো হয়। এদিন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
গতকাল সোমবার রাজধানীর ডেমরা কাঠেরপুল এলাকায় অবস্থিত ডিএমআরসি কলেজ মাঠ প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ডিএমআরসিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয় এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান  ড. মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন,কো চেয়ারম্যান কথাসাহিত্যিক আফরোজা রহমান লতা। এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহারুল হক চৌধুরী, কোরিয়ান স্কিন ডক্টর এবং প্রমোশনাল অ্যাম্বাসেডর প্রফেসর ডক্টর মোছেস চু, শামসুল হক খান স্কুল এন্ড কলেজের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন প্রমুখ।
এ সময় কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড.মাহবুবুর রহমান মোল্লা বলেন, আমি ইচ্ছে করলে অন্য কোন ব্যবসায় জড়িত হয়ে টাকা উপার্জন করে ধন-সম্পদের মালিক হতে পারতাম। কিন্তু আমি তা করিনি। তিনি বলেন, আমি শিক্ষা অর্জনের ফ্যাক্টরি করে তৈরি করেছি। এখান থেকে শিক্ষার্থীরা সুশিক্ষা ও জ্ঞান অর্জন করে জীবনকে আলোকিত করতে পারবে এবং দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারবে। তিনি আরও বলেন, আমি চেয়েছি সমাজকে আলোকিত করতে দেশকে আলোকিত করতে দেশের মানুষকে আলোকিত করতে। তাই আমি শিক্ষার আলো ছড়াতে সারা জীবন নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। ড.মাহবুবুর রহমান মোল্লা বলেন, শামসুল হক খান স্কুল এন্ড কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজকে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত ছিল এবং ভবিষ্যতে থাকবে। এ দুটি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা শিক্ষা ও জ্ঞান অর্জন করে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখবে এটাই আমার প্রত্যাশা।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net