গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা ফি নেয়ার অভিযোগ

আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ১১:৫৪:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ১১:৫৪:৪৩ পূর্বাহ্ন
গোপালগঞ্জ থেকে মো. সাইফুর রশিদ চৌধুরী ‘বিনামূল্যে শিক্ষা’ কর্মসূচির স্পষ্ট নির্দেশনা অমান্য করে গোপালগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। গত ১৯ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ রয়েছে, গোপালগঞ্জ সদর উপজেলায় দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় উলপুর ক্লাস্টারের ২৮টি এবং সাহাপুর ক্লাস্টারের ৩৬টি মোট ৬৪টি বিদ্যালয়ে ২য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে মাথাপিছু ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। অথচ সরকারের নীতিমালায় (পরিপত্র) স্পষ্টভাবে উল্লেখ আছে, কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার নামে কোনো প্রকার ফি আদায় করা যাবে না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রধান শিক্ষক জানান, সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশেই শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়া হয়েছে। কেউ আবার একে ‘অনুদান’ হিসেবে দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেন। উলপুর ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ রাজু আহমেদও বিষয়টি স্বীকার করে বলেন, ‘হ্যাঁ, আমি টাকা নিতে বলেছি। তবে সেটা ফি নয়, অনুদান।’ তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, সহকারী শিক্ষা কর্মকর্তার এমন নির্দেশ দেওয়ার কোনো এখতিয়ার নেই। সদর উপজেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বালা জানান, এ বিষয়ে তিনি আগে অবগত ছিলেন না। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোছনা খাতুন দায় এড়িয়ে মন্তব্য করেন, এটা উপজেলা শিক্ষা অফিসারের বিষয়। এদিকে অভিযোগটি জানার পরপরই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান উপজেলা শিক্ষা অফিসারকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার বিনামূল্যে শিক্ষার ঘোষণা দিলেও বাস্তবে সন্তানদের পরীক্ষায় বসাতে টাকা দিতে হচ্ছে। না দিলে নানা অজুহাতে বাচ্চাদের হয়রানি করা হয়। সচেতন মহল মনে করছে, সরকারি প্রাথমিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে এভাবে প্রকাশ্যে অর্থ আদায়ের ঘটনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। তাই প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপই এ অনিয়ম রোধের একমাত্র উপায়।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net