রোহিতের অর্জনে উচ্ছ্বসিত সৌরভ

আপলোড সময় : ৩০-০৬-২০২৪ ১১:১০:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৪ ১১:১০:০০ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক
সৌরভ গাঙ্গুলি যখন বিসিসিআইয়ের সভাপতি, সেই সময়টাতেই নাটকীয় ঘটনাপ্রবাহের পর ভারতের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন রোহিত শার্মা। অধিনায়কত্ব নিতে তিনি প্রস্তুত ছিলেন না তেমন একটা। অনেক বুঝিয়ে কিছুটা জোর করেই তাকে নেতৃত্বে এনেছিলেন সৌরভরা। সেই রোহিতের নেতৃত্বেই এখন সাত মাসের মধ্যে দুই সংস্করণের দুটি বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালে উঠল ভারত। সৌরভই তাই তৃপ্তির ছবি আঁকছেন। ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক হওয়ার আগে আইপিএলে সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন রোহিত। তার নেতৃত্বে ৫টি আইপিএল ট্রফি জয় করে মুম্বাই ইন্ডিয়ান্স (পরে সেই রেকর্ড স্পর্শ করেন মাহেন্দ্র সিং ধোনি)। রোহিত ও মুম্বাইয়ের অধিনায়কত্ব ছিল সমার্থক। কিন্তু গত মৌসুমের আগে আচমকাই রোহিতকে সরিয়ে দেওয়া হয় মুম্বাইয়ের অধিনায়কত্ব থেকে। সেটা নিয়ে প্রকাশ্যে তেমন কোনো ক্ষোভ-অভিমানের কথা বলেননি তিনি। তবে অভিজ্ঞ এই ক্রিকেটার যে বিস্মিত ও অসন্তুষ্ট হয়েছেন, তা উঠে আসে ভারতীয় সংবাদমাধ্যমে। সেই রোহিতের সামনে এখন বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক হওয়ার হাতছানি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে সেটিই মনে করিয়ে দিলেন সৌরভ। “রোহিত শার্মার জন্য আমি খুবই খুশি। জীবনের চক্রপূরণ এভাবেই হয়। ছয় মাস আগে, সে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কও ছিল না। এখন সেই মানুষটির নেতৃত্বেই ভারত অপরাজিত থেকে বিশ্বকাপের ফাইনালে খেলছে।” ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন বলে বিবেচিত সৌরভ ফিরে গেলেন পেছনে, যখন তিনি ছিলেন ভারতীয় বোর্ডের প্রধান ও রোহিতকে দায়িত্ব দেওয়া হয়েছিল জাতীয় দলের। সেই পালাবদল নিয়ে বিতর্ক, সমালোচনা কম হয়নি ভারতীয় ক্রিকেটে। ভিরাট কোহলি আর সৌরভ গাঙ্গুলির দ্বন্দ্ব নিয়েও অনেক কথা হয়েছে, কাঠগড়ায় তোলা হয়েছে সৌরভকে।
এখন অধিনায়ক রোহিতে সাফল্যে সৌরভের ভালোগাও যেন একটু বাড়তি। “দুটি বিশ্বকাপে তার নেতৃত্বে অপরাজিত থেকে ফাইনালে উঠল ভারত। তার নেতৃত্বের মান ফুটে উঠছে এতেই। আমি অবশ্য তার সাফল্যে খুব একটা বিস্মিত নই। আমি বিসিসিআই সভাপতি থাকার সময় তাকে অধিনায়ক করা হয়েছিল, যখন ভিরাট কোহলি আর দায়িত্বে থাকতে চায়নি।” “তাকে অধিনায়ক করতে অনেকটা সময় লেগেছিল, কারণ সে দায়িত্ব নিতে তৈরি ছিল না। অনেক বুঝিয়ে অনেকটা জোর করেই আমরা তাকে অধিনায়ক করেছিলাম। এখন তার নেতৃত্বে ভারতীয় ক্রিকেটের অগ্রগতি দেখে আমি খুবই খুশি।”
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net