পাকিস্তানের হয়ে খেলতে চান না মালিক

আপলোড সময় : ২৬-০৭-২০২৪ ০৭:০৭:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৪ ০৭:০৭:১৬ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। এতে করে দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি। তারপর ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় তার। সম্প্রতি ক্রিকেট কর্নার নাম এক অনুষ্ঠানে গিয়ে অবসরের এই ঘোষণা দেন ৪২ বছর বয়সী মালিক। সবশেষ জাতীয় দলের জার্সিতে তাকে দেখা গিয়েছিলো ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে তারপর থেকেই দলের বাইরে তিনি। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন। এতে করে ধারণা করা হয়েছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে পাকিস্তানের স্কোয়াডে দেখা যেতে পারে তাকে। তবে শেষ অবদি তা হয়নি। এবার তিনি জানিয়ে দিলেন অবসরের কথা। অনুষ্ঠানে এ প্রসঙ্গে তিনি বলেন, 'অনেক বছর ধরেই পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছি। মুহূর্তগুলো দারুণ উপভোগ করেছি। বর্তমান জীবন নিয়ে আমি খুব খুশি এবং সন্তুষ্ট। পাকিস্তানের হয়ে আবারও খেলার কোনো ইচ্ছে নেই। আমি টেস্ট ও ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছি এবং যেটি বাকি আছে তা হল টি-টোয়েন্টি ফরম্যাট এখান থেকেও অবসর নিচ্ছি।'
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net